ধানমন্ডি ৩২ দেখতে এসে সাবেক যুবলীগ নেতা আটক

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি দেখতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ফেনীর পরশুরাম উপজেলার যুবলীগের সাবেক আহ্বায়ক ইয়াছিন শরীফ মজুমদার (৪২)। বুধবার (৩০ জুলাই) বিকেলে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি পরিদর্শনের পর ফেরার পথে তাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে।
জানা গেছে, ইয়াছিন বিকেলে ধানমন্ডি ৩২ নম্বর এলাকার বঙ্গবন্ধু ভবন দেখতে যান এবং সেখান থেকে একটি ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। ছবি পোস্টের কিছুক্ষণ পর তিনি বাসার উদ্দেশে রওনা দেন। তবে রাতেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে এবং প্রাথমিকভাবে তল্লাশি চালায়।
সূত্র জানায়, ইয়াছিনের মোবাইল ফোন ঘেঁটে পুলিশ ধানমন্ডি ৩২ নম্বরের সামনে তোলা তার ছবি দেখতে পায় এবং পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে সঙ্গে সঙ্গে আটক করে নিয়ে যায়।
পরিবারের দাবি, ৫ আগস্ট সরকার পতনের গুজব ও আলোচনা শুরুর পর থেকেই ইয়াছিন স্ত্রী-সন্তানসহ ঢাকায় অবস্থান করছিলেন। এদিকে, তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট থানা পুলিশ।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুজ্জামান বলেন, “ইয়াছিনের গ্রেফতারের খবর আমরা শুনেছি। তবে তার বিরুদ্ধে ফেনীতে কোনো মামলা রয়েছে কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে।”
ঘটনার পর ধানমন্ডি এলাকায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। আটক যুবলীগ নেতার ফেসবুক পোস্ট ও অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্যও দেখা যাচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।