এবার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ভারতের ৬ প্রতিষ্ঠান

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ভারতের ছয়টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এসব প্রতিষ্ঠান ইরানি তেল ও রাসায়নিক পণ্যের কেনাবেচায় সরাসরি জড়িত ছিল এবং এতে তারা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে।
নিষেধাজ্ঞার আওতায় পড়া প্রতিষ্ঠানগুলো হলো—অ্যালকেমিক্যাল সলিউশনস প্রাইভেট লিমিটেড, গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস লিমিটেড, জুপিটার ডাই কেম প্রাইভেট লিমিটেড, রমনিকলাল এস. গোসালিয়া অ্যান্ড কোম্পানি, পার্সিসটেন্ট পেট্রোকেম প্রাইভেট লিমিটেড এবং কাঞ্চন পলিমার্স। এদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের নিষিদ্ধ তেল রপ্তানিতে সক্রিয় ভূমিকা রেখেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, এ নিষেধাজ্ঞার ফলে ওই কোম্পানিগুলোর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হবে। একই সঙ্গে কোনো মার্কিন ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের সঙ্গে আর কোনো ধরনের ব্যবসায়িক লেনদেনে যেতে পারবে না। এমনকি যেসব সহযোগী প্রতিষ্ঠানের ৫০ শতাংশ বা তার বেশি মালিকানা এসব কোম্পানির রয়েছে, তারাও নিষেধাজ্ঞার আওতায় আসবে।
এ পদক্ষেপের অংশ হিসেবে আরও অন্তত ২০টি বিদেশি প্রতিষ্ঠানকেও নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব উদ্যোগের মাধ্যমে তারা ইরানের ‘ছায়া নৌবহর’ ও বিশ্বব্যাপী মধ্যস্বত্বভোগীদের দমন করতে চায়, যারা নিষিদ্ধ তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য পরিবহনে সহায়তা করে থাকে।
এছাড়া, ট্রাম্প প্রশাসন ভারতের ওপর আরও কঠোর বাণিজ্যিক পদক্ষেপ নিচ্ছে। আগামী ১ আগস্ট থেকে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর হবে বলে জানানো হয়েছে। রাশিয়ার কাছ থেকে অস্ত্র ও জ্বালানি কেনার বিষয়েও ভারতকে শাস্তির মুখে পড়তে হতে পারে বলে হুঁশিয়ার করেছে ওয়াশিংটন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।