জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ ও আন্দোলন

জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ ও আন্দোলন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জুলাই সনদের দাবিতে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ শুরু করে ‘জুলাই যোদ্ধারা’। লাল-সবুজের পতাকা হাতে শতাধিক আন্দোলনকারী শাহবাগে অবস্থান নেন। এতে করে গুরুত্বপূর্ণ এই মোড়ে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে। আন্দোলনকারীদের অবস্থানের কারণে আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়।

আন্দোলনকারীরা অভিযোগ করছেন, বহু বছর ধরে দাবি জানানো হলেও এখনো জুলাই সনদ ঘোষণা করা হয়নি। এতে আহত ও শহীদ পরিবারগুলো অবহেলার শিকার হচ্ছে। তারা বলেন, ‘জুলাই সনদ আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার। দীর্ঘদিন ধরে এই বিষয়ে বারবার আশ্বাস দিলেও কোনো অগ্রগতি নেই। তাই আমরা বাধ্য হয়েই রাস্তায় নেমেছি।’

আন্দোলনকারীরা আরও জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে শাহবাগ মোড়ে স্থায়ী মঞ্চ তৈরি করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

এদিকে শাহবাগে আন্দোলনের কারণে ব্যাপক যানজট সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যানবাহনের যাত্রীরা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সহিংসতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন।

তবে দুপুর পর্যন্ত কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে শান্তিপূর্ণভাবে আলোচনা করার চেষ্টা করছে।

উল্লেখ্য, ‘জুলাই সনদ’ ঘোষণার দাবিতে বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন সংগঠন আন্দোলন করে আসছে। তবে এবারের আন্দোলন আগের চেয়ে আরও সংগঠিত এবং সংগঠকদের ভাষ্য অনুযায়ী, এটি দাবি নয় বরং অধিকার প্রতিষ্ঠার লড়াই।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ