কোয়াব সভাপতির দৌড়ে এগিয়ে তামিম ইকবাল খান

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবার ক্রিকেটারদের সংগঠন কোয়াবের নেতৃত্বে আসতে যাচ্ছেন—এমন গুঞ্জন ক্রমেই জোরালো হচ্ছে। কোয়াব-সম্পর্কিত বিভিন্ন সভায় তামিমের সক্রিয় উপস্থিতি এবং ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসা—সবকিছুই ইঙ্গিত দিচ্ছে তার সক্রিয় ভূমিকার।
সম্প্রতি মিরপুরে বিসিবির একাডেমি ভবনে এক রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন তামিম। বৈঠকে উপস্থিত ছিলেন প্রায় ৩০ জন বর্তমান ও সাবেক ক্রিকেটার, যাদের মধ্যে ছিলেন মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, ইবাদত হোসেন, নাসির হোসেন, এনামুল হক বিজয়সহ আরও অনেকে।
উল্লেখযোগ্যভাবে, ওই বৈঠকে কোয়াবের বর্তমান আহ্বায়ক কমিটির কোনো সদস্য উপস্থিত ছিলেন না। জানা গেছে, এটি ছিল অনানুষ্ঠানিক আলোচনা সভা, যেখানে আসন্ন কোয়াব নির্বাচনে তামিম ইকবালের সভাপতিত্ব নিয়ে প্রাথমিক আলোচনা হয়।
সভায় অংশগ্রহণকারী এক ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তামিম ইকবাল। উপস্থিত ক্রিকেটারদের অনেকেই কোয়াবের নেতৃত্বে তাকে দেখতে আগ্রহী বলে মত দিয়েছেন। তামিমকে সভাপতি ধরে সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদেও সম্ভাব্য নাম নিয়ে প্রাথমিক আলোচনা হয়।
নির্বাচন নিয়ে এখনো চূড়ান্ত তারিখ ঘোষণা না হলেও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে, বিশেষ করে ৪ বা ৫ তারিখে ভোটগ্রহণ হতে পারে বলে সূত্র জানিয়েছে। ফিটনেস পরীক্ষার জন্য ক্রিকেটারদের ঢাকায় অবস্থানের সময়কালকে বিবেচনায় রেখে এই সময়ে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তামিম ইকবালের মতো অভিজ্ঞ ও জনপ্রিয় একজন ক্রিকেটারের কোয়াব নেতৃত্বে আসা অনেকেই ইতিবাচকভাবে দেখছেন। এখন দেখার বিষয়, আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তিনি প্রার্থীতা ঘোষণা করেন কি না এবং তার প্যানেলে কারা থাকছেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।