সরকার পরিবর্তনের পর ধীরগতিতে বিআইডব্লিউটিএ’র প্রকল্প কার্যক্রম

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সরকার পতনের পর উন্নয়ন কর্মকাণ্ডে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে প্রতিষ্ঠানটি নতুন কোনো উন্নয়ন প্রকল্প হাতে নেয়নি। চলমান ১২টি প্রকল্পের অগ্রগতি অত্যন্ত শ্লথ, যার মধ্যে নদীপথের নাব্যতা রক্ষা ও অবকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পও রয়েছে।
প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাদের আওয়ামী লীগ-সম্পৃক্ত হিসেবে চিহ্নিত করে ভয়ভীতি প্রদর্শন করছে। এই মহলটি অনৈতিক সুবিধা দাবি করছে। দাবি পূরণ না হলে বিভিন্ন মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) মিথ্যা অভিযোগ দিচ্ছে। ফলে কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বাড়ছে।
চলমান প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নদী খনন ও ড্রেজিং কার্যক্রম। জামালপুরের ব্রহ্মপুত্র ও ঝিনাই, কুড়িগ্রামের ধরলা, দিনাজপুরের টোলাই ও পুনর্ভবা, টাঙ্গাইলের বংশী, গাইবান্ধার ঘাঘট, গাজীপুরের নাগদা এবং কিশোরগঞ্জের নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে ড্রেজিং চললেও তা ধীরগতিতে অগ্রসর হচ্ছে। এছাড়া রয়েছে ঢাকাকে ঘিরে বৃত্তাকার ওয়াকওয়ে নির্মাণ, নদীর সীমানা নির্ধারণে পিলার স্থাপন ও ৩৫টি নতুন ড্রেজার সংগ্রহের পরিকল্পনা, যা কার্যকরভাবে এগোচ্ছে না।
বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান জানান, চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়সীমায় সম্পন্ন করতে তারা সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করছেন। তিনি অভিযোগ করেন, ভুল তথ্য ছড়িয়ে কর্মকর্তাদের মনোবলে আঘাত হানা হচ্ছে।
অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক একেএম আরিফ উদ্দিন বলেন, ভিত্তিহীন সংবাদ পরিবেশন না করে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, যাতে উন্নয়ন প্রকল্পগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন সম্ভব হয়।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।