জুলাই সনদ বাস্তবায়ন রাজনৈতিক নেতাদের দায়িত্ব: আলী রীয়াজ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জাতীয় ঐকমত্য কমিশনের (এনসিসি) সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের মৌলিক ও প্রধান দায়িত্ব রাজনৈতিক নেতাদের কাঁধেই। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এনসিসি ও রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্বের সংলাপের ২৩তম দিনের শুরুতে তিনি এই মন্তব্য করেন।
আলী রীয়াজ বলেন, রাজনৈতিক নেতারা যেসব বিষয়ে একমত হয়েছেন, তা বাস্তবায়নের পথ তারাই তৈরি করবেন। এনসিসি সেখানে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে সহায়ক ভূমিকা পালন করবে। প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বসে বাস্তবায়ন কাঠামো নির্ধারণে প্রস্তুত থাকবে কমিশন।
তিনি জানান, প্রথম পর্বের সংলাপে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য গড়ে উঠেছে এবং সেই অনুযায়ী রাজনৈতিক দলগুলোর কাছে সম্মত বিষয়গুলোর তালিকা হস্তান্তর করা হয়েছে। দ্বিতীয় পর্বের এই শেষদিনের আলোচনায় সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, ন্যায়পাল বিধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নিয়োগ প্রক্রিয়া ছিল আলোচনার বিষয়বস্তু।
কমিশনের এই বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও আমার বাংলাদেশ পার্টিসহ মোট ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন। আলী রীয়াজ জানান, এখন পর্যন্ত ১৩টি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। যেসব বিষয়ে ভিন্নমত রয়েছে, সেগুলো রেজিস্টারে নথিভুক্ত করা হবে।
তিনি আরও বলেন, জুলাই সনদের টেক্সট নিয়ে দলগুলোর মতামত অনুসারে পরিবর্তন ও সংশোধন করে চূড়ান্ত টেক্সট প্রস্তুত করা হচ্ছে। আজকের আলোচনার পরই সনদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও স্বাক্ষর গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।