নারীদের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ত্বক ফর্সাকারী ক্রিম

নারীদের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ত্বক ফর্সাকারী ক্রিম
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আফ্রিকার বিভিন্ন দেশে নারীদের মধ্যে ত্বক ফর্সাকারী পণ্যের ব্যবহার আশঙ্কাজনক হারে বাড়ছে। এতে বাড়ছে ত্বক ক্যানসারের মতো মারাত্মক রোগের ঝুঁকিও। সম্প্রতি টোগোর ৬৫ বছর বয়সী এক নারী দীর্ঘদিন ত্বক ফর্সাকারী প্রসাধনী ব্যবহার করে হাসপাতালে ভর্তি হওয়ার দুই মাসের মধ্যেই মারা যান। চিকিৎসকরা বলছেন, দীর্ঘমেয়াদি ক্রিম ব্যবহারে শরীরে জমে থাকা বিষক্রিয়া তার মৃত্যুর কারণ।

বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতার পেছনে রয়েছে ঔপনিবেশিক যুগ থেকে চলে আসা এক মনোভাব—ফর্সা ত্বক মানেই সৌন্দর্য, মর্যাদা ও সামাজিক গ্রহণযোগ্যতা। এই মানসিকতা এখনো আফ্রিকার সমাজে গভীরভাবে প্রোথিত। এর সুযোগ নিয়ে ত্বক ফর্সাকারী পণ্যের বাজার বিশাল পরিসরে ছড়িয়ে পড়েছে। একাধিক গবেষণা বলছে, এসব পণ্যে থাকা রাসায়নিক উপাদান মেলানিন ধ্বংস করে, যা শরীরকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। ফলে ত্বক ক্যানসারের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

চর্মরোগ বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, আফ্রিকাজুড়ে ২৫ থেকে ৮০ শতাংশ নারী এসব প্রসাধনী ব্যবহার করছেন। বিশেষত হাইড্রোকুইনোন ও স্টেরয়েডযুক্ত ক্রিম দীর্ঘমেয়াদি ব্যবহারে ত্বকের অক্রোনোসিস, ছত্রাক সংক্রমণ, স্ট্রেচ মার্কসহ নানা জটিলতা সৃষ্টি করছে। যদিও দক্ষিণ আফ্রিকা, রুয়ান্ডা, ঘানাসহ কয়েকটি দেশ এ উপাদান নিষিদ্ধ করেছে, তবুও দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে এসব ক্ষতিকর পণ্য এখনো বাজারে সহজলভ্য।

বিশ্লেষকরা বলছেন, ফ্যাশন ও বিজ্ঞাপনজগতে ফর্সা ত্বককে সৌন্দর্যের মানদণ্ড হিসেবে উপস্থাপন করায় সমাজে ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে। এই ধারা রোধে প্রয়োজন মিডিয়া, পরিবার ও শিক্ষাব্যবস্থার সম্মিলিত সচেতনতা। বিশেষজ্ঞরা শিশুদের ছোটবেলা থেকেই নিজের প্রকৃত ত্বকের রঙ নিয়ে গর্ব করতে শেখানোর পরামর্শ দিয়েছেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ