সাদিক কায়েম ভাই কখনো চাঁদাবাজি করেছেন বলে আমি শুনিনি: আব্দুল কাদের

সাদিক কায়েম ভাই কখনো চাঁদাবাজি করেছেন বলে আমি শুনিনি: আব্দুল কাদের
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সাদিক কায়েমের বিরুদ্ধে চাঁদাবাজির কোনো অভিযোগ নেই বলে দাবি করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল কাদের। বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, “সাদিক কায়েম ভাই কখনো চাঁদাবাজি করেছেন বলে আমি শুনিনি; তিনি শুধু অভ্যুত্থানে তাঁর অবদান অনুযায়ী যথাযথ হিস্যা দাবি করেছিলেন।”

আব্দুল কাদের জানান, অভ্যুত্থান-পরবর্তী সময়ে জামাত-শিবিরপন্থীদের একটি গোষ্ঠী ঢাবি শিবিরের সাবেক এক সভাপতি এবং এক নেতার স্ত্রীকে দিয়ে সচিবালয় ও মন্ত্রণালয়ে নিজস্ব মতাদর্শী লোক বসানোর কাজ করাচ্ছিল। এই দুই ব্যক্তি আমলাতন্ত্রে তদবির ও লিয়াজো করতেন। শুরুতে সব কিছু স্বাভাবিক থাকলেও কিছুদিন পর সমস্যা তৈরি হয়। ওই দুই ব্যক্তি আসিফ ও নাহিদের অনুমতি ছাড়াই তাঁদের নাম ব্যবহার করে বিভিন্ন সুপারিশ করতে থাকেন।

আব্দুল কাদেরের দাবি, আসিফ-নাহিদ এ ধরনের তদবির মেনে নিতে পারেননি। ফলে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে চিঠি পাঠিয়ে সতর্ক করা হয় যেন তাঁদের করা তদবির গ্রহণ না করা হয়।

তিনি বলেন, এই ঘটনার কিছুদিন পর সাদিক কায়েম রাত চারটা পর্যন্ত বারবার যোগাযোগ করে তাঁর সঙ্গে দেখা করতে চান। অবশেষে ভোর রাতে ভিসি চত্বরে দেখা হলে সাদিক কায়েম ক্ষোভ প্রকাশ করে বলেন, এত ত্যাগ-অবদান থাকা সত্ত্বেও তাঁদের সাথে অন্যায় করা হচ্ছে। মাহফুজ-নাহিদ-আসিফরা কথা রাখেননি বলেও অভিযোগ করেন তিনি।

আব্দুল কাদেরের এই পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাদিক কায়েম ও অন্য অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ