৫০ টাকার কোর্ট পিন দিয়ে ৫০০০ টাকা দাবি বিএনপি সমর্থিত কর্মীদের! অভিযোগ একাধিক ভুক্তভোগীর

- Author, তুষার আহমেদ মূসা
- Role, জাগরণ নিউজ বাংলা
কোর্ট পিনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র দলীয় লোগো ব্যবহার করে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ ওঠেছে বিএনপি সমর্থিত কর্মীদের বিরুদ্ধে।
শুক্রবার ০১ আগস্ট রাজধানীর উত্তরা ৩ নাম্বার সেক্টরে এই ঘটনার অভিযোগ তুলেন একাধিক ভুক্তভোগী।
ভুক্তভোগী একজন জানান, উত্তরা ৩ নাম্বার সেক্টর ১৩ নাম্বার রোডের ‘‘Best Buy‘‘ এর সামনে গাড়ি থামিয়ে কিছু পিন দিয়ে বিএনপির কিছূ ছেলে টাকা চাইতে থাকে। বারবার বলতে থাকে যে ‘আগের গাড়ির লোকজন ৫০০০ টাকা দিয়ে গেছে। আপনি আমাদের খুশির জন্য কিছু দিয়ে যান'।
তিনি বলেন, আমার আব্বু ৫০০ টাকা দিতে চেয়েছিল, তারা বলে ‘এত কম টাকা তারা নিবে না, কমপক্ষে ১০০০ টাকা দিয়ে যান’। পরে ৬০০ টাকা দিতে হয়েছে।
তিনি আরো বলেন, আমার আপন খালু কয়েক সপ্তাহ আগে চাঁদা দিতে চায় নাই বলে তাঁর হাত কুঁপিয়ে জখম করা হয়েছে। কুঁপিয়ে এমন অবস্থা করেছে যে ১৭ টা সেলাই লেগেছে। এখনো হাত শুকায় নাই। আমি সেই ছবিও এড করে দিবো।
তিনি আরো যোগ করে বলেন, আজকে আমাদের তাঁর বাসায় যাওয়ার পথে আমাদের সাথেই এমন ঘটনা ঘটল। প্রকাশ্য চাঁদাবাজির শিকার হইলাম।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।