গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতেই লুট!

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
গাজায় প্রবেশ করা ১০৪টি ত্রাণবাহী ট্রাকের বেশিরভাগই লুট হয়ে গেছে বলে অভিযোগ করেছে গাজা সরকার। জুলাইয়ের শেষে ইসরায়েলের অনুমতিতে এই ত্রাণবাহী ট্রাকগুলো গাজায় প্রবেশ করে। কিন্তু প্রবেশ মাত্রই লুটতরাজের শিকার হচ্ছে ট্রাকগুলো এমন অভিযোগ করে এক বিবৃতি দিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস।
বিবৃতিতে তারা উল্লেখ করেন, ইসরায়েল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন পরিস্থিতি তৈরি করছে। তাদের মূল উদ্দেশ্য হলো মানবিক সহায়তা কার্যক্রম ধ্বংস করে দেওয়া এবং সাধারণ মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে না দেওয়া।
ইসরায়েলের এই ঘৃণ্য কৌশলকে ‘গাজায় কাঠামোবদ্ধভাবে সৃষ্ট বিশৃঙ্খলা ও ক্ষুধানীতির’ অংশ বলছে গাজা।
বিবৃতিতে আরো বলা হয়েছে, গাজায় স্বাস্থ্য, খাদ্য ও সেবা খাতের ন্যূনতম চাহিদা পূরণের জন্য প্রতিদিন কমপক্ষে ৬০০টি ত্রাণ ও জ্বালানিবাহী ট্রাকের প্রয়োজন। এমন অবস্থার জন্য ইসরায়েল এবং তাদের সহযোগী দেশগুলোকে ‘সম্পূর্ণ দায়ী’ করে অবিলম্বে সীমান্ত পয়েন্টগুলো খুলে দেওয়ার দাবি জানানো হয়েছে, যাতে ত্রাণ সঠিকভাবে প্রবেশ করতে পারে।
উল্লেখ্য, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে অপুষ্টি ও অনাহারে অন্তত ১৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯১ জন শিশু।
স্থানীয় খবরের বরাতে জানা যায়, ইসরায়েল গত পাঁচ মাসের বেশি সময় ধরে গাজার সীমান্ত বন্ধ করে রেখেছে, যার কারণে শিশুখাদ্য, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রবেশ করতে পারছে না।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।