বিভিন্ন দেশে ট্রাম্পের নতুন শুল্কহার ঘোষণা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় ৭০টি দেশের ওপর নতুন ‘রেসিপ্রোকাল ট্যারিফ’ বা পাল্টা শুল্ক আরোপ করেছেন। আজ শুক্রবার (১ আগস্ট) থেকে এই শুল্ক কার্যকর হচ্ছে। ট্রাম্প আরোপিত এই শুল্কের হার সর্বনিম্ন ১০ শতাংশ এবং সর্বোচ্চ ৪১ শতাংশ পর্যন্ত।
গত এপ্রিল মাসে ট্রাম্প বিভিন্ন দেশের ওপর 'প্রতিশোধমূলক' শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন, যাকে তিনি 'লিবারেশন ডে' হিসেবে অভিহিত করেন। তবে তিনি একাধিকবার তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।
এবার যেসব দেশের ওপর শুল্ক আরোপ করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলোঃ
বাংলাদেশঃ বাংলাদেশের ওপর শুল্কহার পরিবর্তন করা হয়েছে একাধিকবার। এপ্রিলে প্রথমে ৩৭%, জুলাইয়ে ৩৫%, এবং সর্বশেষ আজ তা কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আগে থেকেই ১৫% শুল্ক কার্যকর ছিল, যা এখন বেড়ে হয়েছে ২০%।
চীনঃ চীনের ওপর শুল্ক কয়েক দফায় বাড়ানো এবং কমানো হয়েছে। তবে নতুন শুল্কহারে এর নির্দিষ্ট হার উল্লেখ করা হয়নি।
কানাডাঃ নতুন শুল্ক কার্যকরের এক ঘণ্টারও কম সময়ের মধ্যে কানাডার ওপর ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে।
ব্রাজিলঃ একদিন আগেই ব্রাজিলের ওপর ৫০% শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হলেও, হোয়াইট হাউসের তালিকায় তাদের জন্য ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নঃ ইউরোপীয় ইউনিয়ন থেকে আসা পণ্যের ওপর শূন্য থেকে প্রায় ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। আগামী ৭ আগস্ট থেকে এই শুল্কনীতি কার্যকর হবে।
এখানে, হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশের ওপর আরোপিত শুল্কহার উল্লেখ হলোঃ-
১০ শতাংশঃ ব্রাজিল, যুক্তরাজ্য।
১৫ শতাংশঃ আফগানিস্তান, জাপান, দক্ষিণ কোরিয়া, তুরস্কসহ আরও কিছু দেশ।
২০ শতাংশঃ বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তাইওয়ান, ভিয়েতনাম।
২৫ শতাংশঃ ভারত।
৪০ শতাংশঃ লাওস, মিয়ানমার।
৪১ শতাংশঃ সিরিয়া।
এছাড়াও, মেক্সিকোর ফেন্টানাইল ও গাড়ির ওপর ২৫ শতাংশ এবং ইস্পাত, অ্যালুমিনিয়াম ও তামার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, যা আগামী ৯০ দিনের মধ্যে কার্যকর হবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।