উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের প্রায় ২কোটি টাকা বৃত্তি দেবে ঘুড্ডি ফাউন্ডেশন

উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের প্রায় ২কোটি টাকা বৃত্তি দেবে ঘুড্ডি ফাউন্ডেশন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

এইচএসসি ২০২৬ ব্যাচের ১১০০ জন মেধাবী শিক্ষার্থীকে মোট ১ কোটি ৮৩ লাখ টাকা বৃত্তি প্রদান করবে ঘুড্ডি ফাউন্ডেশন। সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আর্থিকভাবে সচ্ছল বা অসচ্ছল যে কোনো শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। আবেদনের জন্য পরীক্ষার্থীর এসএসসিতে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা বিশেষ কিছু সুবিধা পাবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বর্ণ একাডেমিক কোচিং-এর ২০২৬ সালের সম্পূর্ণ একাডেমিক কোর্স (অনলাইন) বৃত্তি পাবেন। এছাড়াও সম্পূর্ণ অ্যাডমিশন বৃত্তি (অফলাইন) এবং অ্যাডমিশন কোচিং চলাকালীন ৫ মাসের হোস্টেল বৃত্তি।

ঘুড্ডি ফাউন্ডেশনের এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। আগামী ১৯ ডিসেম্বর দেশের প্রতিটি জেলায় সশরীরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।


অনলাইনে আবেদন করতে আগ্রহী শিক্ষার্থীদের এই লিংকে ( https://testmoz.com/13780476 ) ক্লিক করতে হবে।
অথবা ০১৩২২৮৮২৪০০ এই নম্বরে ম্যাসেজ করে শিক্ষার্থীর নাম, এইচএসসি ব্যাচ, কলেজের নাম, কলেজস্থ জেলার নাম, এইচএসসি বিভাগ, এসএসসি রোল, এসএসসির জিপিএ, আবেদনকারী ও তার অভিভাবকের মোবাইল নাম্বার পাঠাতে হবে। ফিরতি ম্যাসেজে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ