ইউরোপা জয়ের তৃপ্তি নিয়ে টটেনহ্যাম ছাড়ছেন সন

ইউরোপা জয়ের তৃপ্তি নিয়ে টটেনহ্যাম ছাড়ছেন সন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

দীর্ঘ এক দশকের সম্পর্কের ইতি টানছেন টটেনহ্যামের অধিনায়ক সন হিউং-মিন। ক্লাবের হয়ে প্রথম ইউরোপিয়ান শিরোপা জয়ের আনন্দ সঙ্গী করেই বিদায়ের ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ান এই ফরোয়ার্ড। দক্ষিণ কোরিয়ায় প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে নিউক্যাসলের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সন বলেন, “এই গ্রীষ্মে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। ক্লাবও সম্মানের সঙ্গেই সিদ্ধান্তটি গ্রহণ করেছে।”

৩৩ বছর বয়সী সন এ সিদ্ধান্তকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন বলে উল্লেখ করেন। বলেন, “আমি যখন উত্তর লন্ডনে এসেছিলাম তখন বয়স ছিল মাত্র ২৩। এখন আমি একজন পরিপক্ক, গর্বিত মানুষ হিসেবে ক্লাব ছেড়ে যাচ্ছি। নতুন চ্যালেঞ্জের জন্য মানসিকভাবে প্রস্তুত।”

২০১৫ সালে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন থেকে টটেনহ্যামে যোগ দেন সন। ক্লাবটির হয়ে ৪৫৪ ম্যাচে মাঠে নেমে ১৭৩ গোল ও ১০১টি অ্যাসিস্ট করেন তিনি। ২০২১-২২ মৌসুমে মো সালাহর সঙ্গে যৌথভাবে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা হন তিনি। তবে ক্লাবের হয়ে তার সবচেয়ে বড় সাফল্য আসে চলতি বছর—অধিনায়ক হিসেবে ইউরোপা লিগ শিরোপা জয়, যা টটেনহ্যামের দীর্ঘ ১৭ বছরের ট্রফি-খরা ঘোচায়।

সনের বিদায়ের ঘোষণা আসার পর টটেনহ্যামের নতুন কোচ থমাস ফ্রাঙ্ক বলেন, “সন স্পার্সের কিংবদন্তি, প্রিমিয়ার লিগের ইতিহাসের অন্যতম সেরা।”

আগামী ৭ আগস্ট বায়ার্ন মিউনিখ ও ১৩ আগস্ট পিএসজির বিপক্ষে দুটি বড় ম্যাচ থাকলেও সন ওই ম্যাচগুলো খেলবেন কি না তা অনিশ্চিত। কারণ, এমএলএস ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসির সঙ্গে এখন আলোচনা চলছে তার সম্ভাব্য চুক্তি নিয়ে। ধারণা করা হচ্ছে, উয়েফা সুপার কাপের আগেই আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে পারেন এই তারকা।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ