ট্রাম্পের নির্দেশে রাশিয়ার সীমান্তে পরমাণুবাহী সাবমেরিন মোতায়েন

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী দুইটি সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে দেশটির নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভের সাম্প্রতিক উসকানিমূলক মন্তব্যের জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মেদভেদেভের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, “শব্দের শক্তি অনেক বেশি এবং এটি যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। আমি আশা করি, এমন কিছু না ঘটে।”
ট্রাম্পের দাবি, রাশিয়ার সাবেক প্রেসিডেন্টের মন্তব্য ‘হুমকিস্বরূপ’ হওয়ায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সাবমেরিন মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তিনি বলেননি ঠিক কোথায় সাবমেরিনগুলো মোতায়েন করা হয়েছে। শুধু জানিয়েছেন, সাবমেরিনগুলো যে কোনো মুহূর্তে নির্দেশ পেলেই আঘাত হানতে প্রস্তুত।
এদিকে, মেদভেদেভ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ বন্ধে ১০-১২ দিনের ‘আল্টিমেটাম’কে কটাক্ষ করেন। তিনি বলেন, “ট্রাম্প আল্টিমেটামের নামে নাটক করছেন এবং এ ধরনের কৃত্রিম সময়সীমা রাশিয়ার কোনো গুরুত্বই পায় না।” তিনি সতর্ক করে দেন, প্রতিটি নতুন আল্টিমেটাম যুদ্ধের পথে একধাপ এগিয়ে যাওয়া।
ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, “হুমকি এসেছে এবং আমরা তা হালকাভাবে নিইনি। তাই জনগণের নিরাপত্তার স্বার্থেই আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।”
এ বিষয়ে এখনও রাশিয়ার সরকারি প্রতিক্রিয়া আসেনি। তবে রুশ সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, ট্রাম্পের ঘোষণার পর রাশিয়ার শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।