অবশেষে বিপিএলের টিকিটমূল্য প্রকাশ

অবশেষে বিপিএলের টিকিটমূল্য প্রকাশ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঢাকঢোল পিটিয়ে ভিন্ন আঙ্গিকে এবার আয়োজন করা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের। আসর শুরুর আগে ভিন্ন তিন ভেন্যুতে তিনটি কনসার্টও হয়েছে। দর্শক টানতেও নানা প্রতিশ্রুতি মিলেছে বিসিবি থেকে। বিপিএলে দর্শক বাড়াতে টিকিট সহজলভ্য করতেও দেওয়া হয়েছিল নানা প্রতিশ্রুতি।

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ১১তম আসর শুরু হতে বাকি ২৪ ঘণ্টা। অথচ এখনো টিকিট নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্যই জানতে পারেননি দর্শক সমর্থকরা। সকাল থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম এলাকায় ভিড় দেখা যায়। ভিড়ের মধ্য থেকে কিছু সমর্থক স্টেডিয়ামের মূল ফটকেও বিক্ষোভ করেন।

জানা গেছে, টিকিট বিক্রির পুরো দায়িত্ব দেওয়া হয়েছে মধুমতী ব্যাংককে। তাদের ৭টি শাখায় বিক্রি হবে টিকিট। এ ছাড়াও মিলবে স্টেডিয়ামের ১নং গেটের পাশের বুথে। যদিও কখন মিলবে সেটা জানানো হয়নি দর্শকদের। বিসিবি সূত্র বলছে, বেলা ২টা থেকে টিকিট বিতরণ শুরু করতে পারবেন তারা।

মধুমতী ব্যাংক সূত্র বলছে, টিকিট মিলবে মিরপুর, উত্তরা, ধানমন্ডি, গুলশানসহ আরও বেশ কয়েকটি বুথে। সরাসরি ব্যাংক কর্মকর্তারা টিকিট বিতরণ করবেন।

টিকিট বিক্রির ওয়েবসাইট বলছে, ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম দুইশ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম চারশ। ক্লাব হাউজ আটশ টাকা, ভিআইপি স্ট্যান্ড ১৫শ ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে আড়াই হাজার ।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ