রায়েরবাজারে ১১৪ অজ্ঞাত ‘জুলাই শহীদ’ এর গণকবর

রায়েরবাজারে ১১৪ অজ্ঞাত ‘জুলাই শহীদ’ এর গণকবর
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ১১৪ জন ‘জুলাই শহীদ’-এর অজ্ঞাত গণকবর রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (২ আগস্ট) কবরস্থান পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “এই কবরস্থানে ১১৪ জনের মরদেহ রয়েছে যাদের পরিচয় এখনো শনাক্ত হয়নি। তবে ইতোমধ্যে বেশ কয়েকজন পরিবার ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তে রাজি হয়েছেন। এ লক্ষ্যে মরদেহ শনাক্তের প্রক্রিয়া শুরু হয়েছে। পরিবার চাইলে লাশ অন্যত্র সরিয়েও নিতে পারবে।”

পরিদর্শনের সময় তিনি আন্দোলনে নিহতদের কবর ঘুরে দেখেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এ সময় কবরস্থানের নির্মাণকাজে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, “আপনারা দেখতেই পাচ্ছেন—ইট, সুড়কি, নির্মাণ সামগ্রীর মান খুবই খারাপ। দেশের জন্য জীবন দেওয়া মানুষগুলোর জন্য নির্মিত কবরস্থানে দুর্নীতি সত্যিই দুঃখজনক।”

তিনি দুর্নীতির তথ্য তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান এবং বলেন, “যারা অন্যায় করেছে, তাদের সবাইকেই আইনের আওতায় আনা হবে।”

এর আগে উপদেষ্টা মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেবার মান এবং থানার কর্মপরিবেশ সম্পর্কে খোঁজ-খবর নেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ