এশিয়া কাপের প্রস্তুতি স্বরূপ পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ আয়োজন

এশিয়া কাপের প্রস্তুতি স্বরূপ পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ আয়োজন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

এশিয়া কাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলতি আগস্ট মাসে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটি দ্বিপক্ষীয় সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি বাতিল করে আরও এক দলকে যুক্ত করে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয় পিসিবি। এতে অংশ নিচ্ছে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।

সিরিজটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ২৯ আগস্ট শুরু হয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা। সিরিজের সবগুলো ম্যাচই হবে রাতের বেলায়। এরপর ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপের ১৭তম আসর, যার ভেন্যুও একই দেশ—সংযুক্ত আরব আমিরাত। তাই বলা যায়, এ ত্রিদেশীয় সিরিজ এশিয়া কাপের আগে আদর্শ প্রস্তুতি মঞ্চ হিসেবে কাজ করবে অংশগ্রহণকারী তিন দলের জন্য।

লিগ পর্বে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে দুটি করে ম্যাচে। ছয়টি লিগ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ৭ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে।

সিরিজের প্রথম ম্যাচে ২৯ আগস্ট মাঠে নামবে পাকিস্তান ও আফগানিস্তান। পরদিন ৩০ আগস্ট পাকিস্তান খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। এরপর ১ সেপ্টেম্বর আফগানিস্তান মুখোমুখি হবে আমিরাতের।

২ সেপ্টেম্বর ফের মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান। ৪ সেপ্টেম্বর পাকিস্তান খেলবে আমিরাতের বিপক্ষে। ৫ সেপ্টেম্বর আফগানিস্তান ও আমিরাতের মধ্যকার দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

পিসিবির এমন উদ্যোগ ক্রিকেটবিশ্বে ইতিবাচক সাড়া ফেলেছে। এশিয়া কাপের আগে ব্যাট-বলের লড়াইয়ে নিজেদের প্রস্তুত করতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে পাকিস্তান বোর্ড।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ