৪৫০ বছর পর রাশিয়ায় সুপ্ত আগ্নেয়গিরির জাগরণ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা অঞ্চলে ৪৫০ বছর সুপ্ত থাকা এক আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা রোববার নিশ্চিত করেছে দেশটির জরুরি অবস্থা মন্ত্রণালয়। এই বিস্ফোরণ ঘটেছে ক্র্যাশেনিনিকভ আগ্নেয়গিরিতে, যেটি সর্বশেষ অগ্ন্যুৎপাত করেছিল ১৫৫০ সালে। আগ্নেয়গিরিটির জেগে ওঠার কয়েকদিন আগেই ওই অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল, যা অঞ্চলটিতে ভূ-প্রাকৃতিক অস্থিরতা বৃদ্ধি করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিজম প্রোগ্রাম প্রকাশিত রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের ছবিতে দেখা গেছে, আগ্নেয়গিরির মুখ দিয়ে ছাইয়ের বিশাল কুণ্ডলী বেরিয়ে আসছে এবং তা আকাশে ৬ হাজার মিটার (প্রায় ১৯,৭০০ ফুট) উচ্চতায় পৌঁছেছে।
রাশিয়ার জরুরি অবস্থা মন্ত্রণালয় জানিয়েছে, লাভা প্রবাহ প্রশান্ত মহাসাগরের দিকে বিস্তৃত হলেও এর আশপাশে কোনো জনবসতি না থাকায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের বিপদের আশঙ্কা নেই। এখন পর্যন্ত কোনো জনবসতিপূর্ণ এলাকায় ছাই পড়ার ঘটনা রেকর্ড হয়নি। তবে আগ্নেয়গিরিটির জন্য 'কমলা' কোড ঘোষণা করা হয়েছে, যার অর্থ এই অঞ্চলে বিমান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটতে পারে।
আগ্নেয়গিরি বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে মাত্র কয়েকদিন আগে অগ্ন্যুৎপাত হওয়া ইউরেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ‘ক্লাইচেভস্কয়’-এর পরপরই। ক্লাইচেভস্কয়ে ২০০০ সাল থেকে কমপক্ষে ১৮ বার অগ্ন্যুৎপাত হয়েছে। এই ধারাবাহিকতা রাশিয়ার ভৌগোলিক ও ভূতাত্ত্বিক বিশ্লেষণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন ভূতত্ত্ববিদরা।
স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতির উন্নয়ন পর্যবেক্ষণ করছে। বিজ্ঞানীরা এ ঘটনায় পরিবেশ ও জলবায়ুর উপর সম্ভাব্য প্রভাব পর্যবেক্ষণে ব্যস্ত সময় পার করছেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।