শিক্ষার্থী আটকের ঘটনায় উত্তরা পশ্চিম থানার এসআইকে ক্লোজড

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বৈষম্যবিরোধী তিন শিক্ষার্থীকে আটকের পর ঢাকার উত্তরা পশ্চিম থানায় হামলার ঘটনার পর এই থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় থানা ভবনে হামলার ঘটনার পর তাকে ওই এসআইকে ক্লোজড করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আহম্মদ আলী।
এরআগে, সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানায় হামলা চালায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এতে থানায় দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার সংবাদ পাওয়া যায়। তবে এসিডি আহম্মদ আলীর দাবি, থানায় কোনো হামলার ঘটনা ঘটেনি। কোনো আহতের ঘটনাও নেই।
তিনি বলেন, “শিক্ষার্থীদের সঙ্গে একটা ভুল বুঝাবুঝি হয়েছে। এ ঘটনায় এসআই আবু সাঈদকে ক্লোজড করা হয়েছে। এছাড়া তিন শিক্ষার্থীকে আটকের ঘটনায় তারা লিখিত অভিযোগ দিয়েছেন। সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
থানা সূত্রে থেকে জানা যায়, মঙ্গলবার বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউতে উত্তরা পশ্চিম থানা কমিটি গঠনের লক্ষে একটি মিটিংয়ের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্ররা। মিটিং থেকে আকাশ, রবিন ও বাপ্পি নামে তিন ছাত্রকে আটক করে থানায় নিয়ে আসে উত্তরা পশ্চিম থানার এসআই আবু সাঈদ। এর পরেই আটক শিক্ষার্থীদের ছাড়িয়ে নিতে প্রথমে উত্তরা পূর্ব থানা ঘেরাও করে বৈষম্যবিরোধীর ব্যানারে থাকা শিক্ষার্থীরা। পরে সন্ধ্যায় তারা পশ্চিম থানায় হামলা করে। থানা ভবনে হামলার ঘটনায় কয়েকটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে