স্বাস্থ্যকর নগরীর স্বীকৃতি পেলো পবিত্র নগরী মদিনা মুনাওয়ারা

স্বাস্থ্যকর নগরীর স্বীকৃতি পেলো পবিত্র নগরী মদিনা মুনাওয়ারা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ইসলামের দ্বিতীয় পবিত্র নগরী মদিনা মুনাওয়ারা আবারও স্বাস্থ্যকর শহরের স্বীকৃতি পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ২০২১ সালের পর ২০২৫ সালে দ্বিতীয়বারের মতো এই মর্যাদা প্রদান করল। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে জানা যায়, শহরটি ৮০টি মানদণ্ড অর্জনের মাধ্যমে এ স্বীকৃতি লাভ করে। গত বৃহস্পতিবার (৩১ জুলাই) আয়োজিত এক অনুষ্ঠানে সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেল মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতানকে ডব্লিউএইচওর স্বীকৃতির সনদ প্রদান করেন।

এই স্বীকৃতির মাধ্যমে মদিনা মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম স্বাস্থ্যকর শহর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করল। এ উপলক্ষে গভর্নর প্রিন্স সালমান বলেন, এই স্বীকৃতি সৌদি সরকারের জনকল্যাণ ও উন্নয়ন অভিযাত্রার আন্তর্জাতিক স্বীকৃতি। নাগরিকদের জীবনমান উন্নয়ন এবং টেকসই নগর উন্নয়নের প্রতিশ্রুতির প্রতিফলন এই অর্জন।

ডব্লিউএইচও’র মানদণ্ড অনুযায়ী একটি শহরকে স্বাস্থ্যকর হিসেবে স্বীকৃতি পেতে হলে পার্ক ও উন্মুক্ত স্থান, হাঁটার উপযোগী পরিবেশ, উন্নত প্রাথমিক স্বাস্থ্যসেবা, শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি—এসব শর্ত পূরণ করতে হয়। মদিনা সফলভাবে এই সব শর্ত পূরণ করেছে।

এবার শুধু মদিনা নয়, সৌদি আরবের আরও ১৪টি শহর একই স্বীকৃতি পেয়েছে। এই শহরগুলো হলো: তায়েফ, তাবুক, আদ-দিরিয়াহ, উনায়জা, জালাজেল, আল-মানদাক, আল-জুমুম, রিয়াদ আল-খুবরা ও শারুরাহসহ অন্যান্য শহর। ভিশন ২০৩০ বাস্তবায়নের পথে স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এসব স্বীকৃতি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এটি শুধু সৌদি আরবের গর্বের বিষয় নয়, বরং বিশ্বব্যাপী স্বাস্থ্যবান্ধব নগর উন্নয়নের রোল মডেল হিসেবেও মদিনার ভূমিকা অনন্য হয়ে উঠেছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ