ভৈরব নদে গোসল করতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

ভৈরব নদে গোসল করতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার মোক্তারপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু দুটি হলো- একই গ্রামের জুয়েল হোসেনের ছেলে জুনায়েদ (৬) ও সজীবের ছেলে রিমন (৭)। তারা কুলতলা প্রাথমিক বিদ্যালয়ের যথাক্রমে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল এবং পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু।

জানা যায়, দুপুরে স্কুল থেকে ফিরে তারা বাড়ির পাশে খেলাধুলায় মেতে ওঠে। একপর্যায়ে দু’জনে ভৈরব নদে গোসল করতে যায়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় নদীতে তল্লাশি চালিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁকা ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক সদস্য মুহিদুল ইসলাম বলেন, ‘শিশুদের এমন করুণ মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এটা নিঃসন্দেহে একটি মর্মান্তিক দুর্ঘটনা।’

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, ভৈরব নদে গোসল করতে গিয়ে শিশু দুটি ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়ভাবে জানা গেছে, ঘটনাস্থল সংলগ্ন ভৈরব নদটির কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। শিশুদের জন্য নদীপাড়ের এলাকা ছিল উন্মুক্ত এবং অব্যবস্থাপনার কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে বলে অভিযোগ এলাকাবাসীর।

এ ঘটনার পর এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহত শিশুদের পরিবারে চলছে কান্নার রোল। এ নিয়ে নতুন করে নদীপাড়ের শিশুদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি তুলেছেন স্থানীয়রা।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ