৫ আগস্ট পোশাক কারখানায় সাধারণ ছুটির আহ্বান

৫ আগস্ট পোশাক কারখানায় সাধারণ ছুটির আহ্বান
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আগামী ৫ আগস্ট (সোমবার) সারাদেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। রোববার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিএমইএ এই সিদ্ধান্তের কথা জানায়। শহীদদের স্মরণে এবং সরকার ঘোষিত সাধারণ ছুটির প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিবছর ৫ আগস্ট সরকার “জুলাই গণঅভ্যুত্থান দিবস” হিসেবে সাধারণ ছুটি ঘোষণা করে থাকে। এই সিদ্ধান্তের প্রতি সংহতি জানিয়ে বিজিএমইএ পোশাক কারখানাগুলোকেও ছুটি পালনের জন্য অনুরোধ জানিয়েছে। তবে শ্রম আইন অনুযায়ী, পোশাক খাতের প্রতিষ্ঠানগুলো নির্ধারিত উৎসব ছুটির বাইরে আলাদা সাধারণ ছুটি পালনে বাধ্য নয়।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১১৮ এবং শ্রম বিধিমালা, ২০১৫-এর বিধি ১১০ অনুযায়ী, বছরে ১১ দিনের উৎসব ছুটির বাইরে পোশাক কারখানাগুলোর জন্য অন্য কোনো সাধারণ ছুটি বাধ্যতামূলক নয়। সেক্ষেত্রে ৫ আগস্টের ছুটি আইনগত বাধ্যবাধকতার আওতায় না পড়লেও, বিজিএমইএ এই দিনটি উপলক্ষে সকল কারখানায় ছুটি পালনের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

বিজিএমইএ বলছে, শ্রমিকদের আত্মত্যাগকে স্মরণে রেখে এবং সরকারের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংশ্লিষ্ট সকল কারখানা কর্তৃপক্ষ এই আহ্বান বিবেচনায় নেবে বলে তারা আশা করে।

এছাড়া, কর্মপরিবেশ এবং শ্রমিকদের মানসিক কল্যাণ বিবেচনায় রেখেই এমন সিদ্ধান্ত গ্রহণ জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিজিএমইএর এই আহ্বানে ইতিবাচক সাড়া দিয়ে বেশ কয়েকটি পোশাক কারখানা কর্তৃপক্ষ ইতোমধ্যে ছুটি ঘোষণার প্রস্তুতি শুরু করেছে বলেও জানা গেছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ