জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ব্যাংকিং কার্যক্রম বন্ধ

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ব্যাংকিং কার্যক্রম বন্ধ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব তপশিলি ব্যাংকে লেনদেনসহ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে সম্প্রতি জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে। সার্কুলারটিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাই ২০২৫ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট ২০২৫ দিনব্যাপী ছুটি হিসেবে নির্ধারিত হয়েছে। ফলে এদিন দেশের সব তপশিলি ব্যাংকে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ডিওএস) গাজী মো. মাহফুজুল ইসলাম স্বাক্ষরিত ওই সার্কুলারে আরও বলা হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংক ছুটি কার্যকর থাকবে এবং ব্যাংকগুলোকে তা মেনে চলতে হবে। দেশের সব তফসিলি ব্যাংক, অর্থাৎ যেসব ব্যাংক বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত ও নিয়মিত আর্থিক কার্যক্রম পরিচালনা করে থাকে, তাদের জন্য এই ছুটি প্রযোজ্য হবে।

সরকার ৫ আগস্ট দিনটিকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে জাতীয়ভাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। এ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণের পাশাপাশি দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন ব্যাংক বন্ধ থাকায় সাধারণ গ্রাহকদের আগে থেকেই প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ছুটির দিনে ব্যাংকের অনলাইন সেবা যেমন এটিএম, মোবাইল ব্যাংকিং ও অনলাইন লেনদেন চালু থাকলেও ব্যাংক শাখাগুলো বন্ধ থাকবে। ফলে চেক নিষ্পত্তি, নগদ লেনদেন এবং অন্যান্য কাউন্টারভিত্তিক সেবা পাওয়া যাবে না।

উল্লেখ্য, প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করা হবে—এমন সিদ্ধান্ত সরকারিভাবে গৃহীত হয়েছে। এ উপলক্ষে জাতীয় পর্যায়ে আলোচনা সভা, র‍্যালি ও অন্যান্য কর্মসূচির আয়োজন করার কথা রয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ