ইবি শিক্ষার্থী সাজিদকে শ্বাসরোধে হত্যা, প্রমাণ মিলেছে ময়নাতদন্ত রিপোর্টে

ইবি শিক্ষার্থী সাজিদকে শ্বাসরোধে হত্যা, প্রমাণ মিলেছে ময়নাতদন্ত রিপোর্টে
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হয়েছে ময়নাতদন্ত রিপোর্ট। আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থীর মরদেহ গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই সাজিদের পরিবার, সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করে আসছিলেন। অবশেষে সেই সন্দেহই সত্য প্রমাণ করল ময়নাতদন্ত।

রোববার (৩ আগস্ট) ফরেনসিক রিপোর্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির কাছে হস্তান্তর করে পুলিশ। প্রতিবেদনে বলা হয়, সাজিদের মৃত্যু ময়নাতদন্তের প্রায় ৩০ ঘণ্টা আগে হয়েছে এবং তার মৃত্যু হয়েছে শ্বাসরোধে। অর্থাৎ, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

মরদেহ উদ্ধারের পর থেকেই বিশ্ববিদ্যালয়জুড়ে উত্তেজনা বিরাজ করে। শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছিলেন। বিশ্ববিদ্যালয়ের সব সক্রিয় ছাত্র সংগঠনও আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে।

ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশের পর শিক্ষার্থীরা আরও সংগঠিতভাবে চাপ সৃষ্টি করছেন তদন্তের গতি ত্বরান্বিত করতে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, সাজিদের হত্যার বিচার হবেই। তিনি বলেছিলেন, “আমি এটিকে সামান্যভাবে হলেও উপেক্ষা করবো না। আমরা এর শেষ দেখে ছাড়বো।”

সাজিদের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও শিক্ষার্থীরা একযোগে অগ্রসর হচ্ছে। ময়নাতদন্তের ফলাফলে তদন্তে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ