শাহবাগে সমাবেশ শেষে পরিচ্ছন্নতা অভিযানে ছাত্রদল

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
গণঅভ্যুত্থান স্মরণে রাজধানীর শাহবাগে আয়োজিত ছাত্র সমাবেশ শেষে সমাবেশ স্থলসহ আশপাশের এলাকা পরিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার (৩ আগস্ট) বিকেলে সমাবেশ শেষ হওয়ার পরপরই সংগঠনটির কেন্দ্রীয় সংসদের নির্দেশে নেতাকর্মীরা ঝাড়ু হাতে নেমে পড়েন পরিচ্ছন্নতা অভিযানে।
সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগে জড়ো হতে শুরু করেন। দুপুরের পর এলাকা কানায় কানায় ভরে যায়। জনসমাগম বাড়ায় ইন্টারকন্টিনেন্টাল মোড়, মৎস্য ভবন মোড়, দোয়েল চত্বর এবং কাঁটাবন মোড় বন্ধ করে দেওয়া হয়। বিভিন্ন মোড়ে স্থাপন করা হয় এলইডি স্ক্রিন।
সাড়ে ৩টায় শুরু হওয়া সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান খান রিপন, আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।
সমাবেশ শেষে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন ছাত্রদলের যুগ্ম সম্পাদক সালেহ্ আদনান। তিনি জানান, “সমাবেশে হাজারো মানুষের সমাগম হয়েছে। পরিবেশ সুন্দর রাখতে আমরা নিজেরাই পরিষ্কারের কাজ হাতে নিয়েছি।”
দেখা গেছে, ছাত্রদলের অনেকে নিজের হাতেই ঝাড়ু ও ডাস্টবিন হাতে নিয়ে শাহবাগ মোড়, ফুটপাত ও সড়কের আশপাশের এলাকা পরিষ্কার করছেন। এ উদ্যোগকে সাধারণ পথচারীরাও ইতিবাচকভাবে দেখেছেন। পরিবেশ রক্ষায় রাজনৈতিক সংগঠনের এমন ভূমিকা অনুকরণীয় বলে মত দিয়েছেন সচেতন নাগরিকরা।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।