মক্কায় মোজাইকে লেখা সর্ববৃহৎ কোরআন প্রদর্শন

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সৌদি আরবের মক্কার হিরা কালচারাল জোনে অবস্থিত হোলি কুরআন মিউজিয়ামে প্রদর্শিত হয়েছে পবিত্র কোরআনের আয়াত দিয়ে নির্মিত বিশ্বের সর্ববৃহৎ মোজাইক। সূরা ফাতিহা এবং সূরা বাকারার প্রথম অংশ নিয়ে নির্মিত এই মোজাইকটির আয়তন ৭৬.৬৭ বর্গমিটার। এতে ব্যবহৃত হয়েছে এক কোটির বেশি সিরামিক টুকরো, যা বর্তমানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ তালিকাভুক্তির প্রক্রিয়ায় রয়েছে।
এই বিরল শিল্পকর্মটি ১৬৫৬ সালে প্রখ্যাত উসমানি কলিগ্রাফার মুস্তাফা ঢুল-ফিকার রচিত ঐতিহাসিক কোরআন পাণ্ডুলিপির অনুপ্রেরণায় তৈরি হয়েছে। ইসলামী ঐতিহ্য ও শিল্পকলার ব্যতিক্রমী নিদর্শন হিসেবে এটি দৃষ্টি কেড়েছে দেশি-বিদেশি দর্শনার্থীদের।
হোলি কুরআন মিউজিয়ামটি সৌদি আরবে কোরআনকেন্দ্রিক প্রথম একক প্রদর্শনী কেন্দ্র হিসেবে পরিচিত। এটি মক্কার ঐতিহাসিক মাউন্ট হিরা’র পাদদেশে অবস্থিত। মিউজিয়ামে ইসলামের ইতিহাস, কোরআনিক বার্তা, বিভিন্ন ভাষায় কোরআনের অনুবাদ এবং প্রাচীন-আধুনিক শিল্পকর্ম প্রদর্শিত হয়। রয়েছে ভার্চুয়াল অভিজ্ঞতা ও ইন্টারঅ্যাকটিভ গ্যালারিও।
মিউজিয়ামটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছে সৌদি সরকারের কিং সালমান কমপ্লেক্স ফর দ্য প্রিন্টিং অব দ্য হোলি কুরআন। এর আগেও প্রতিষ্ঠানটি বিশ্বের সবচেয়ে বড় কোরআন ও কোরআন স্ট্যান্ড তৈরির মাধ্যমে গিনেস রেকর্ড অর্জন করেছে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের প্রদর্শনী ইসলামী সংস্কৃতি, ঐতিহ্য ও কলার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এটি বিশ্বব্যাপী ইসলামের শান্তির বার্তা ছড়িয়ে দিতে কার্যকর ভূমিকা পালন করছে।
মক্কায় আগত দর্শনার্থীদের কাছে হোলি কুরআন মিউজিয়াম বর্তমানে অন্যতম গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত হচ্ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।