বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন ১১১ জন আক্রান্ত

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রিয়াজ হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা ছিলেন। হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান রোববার (৩ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয়টি জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ১১১ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে বরগুনা জেলায় সর্বোচ্চ ৬৮ জন, পটুয়াখালীতে ১৯ জন, পিরোজপুরে ১০ জন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ৯ জন, বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে তিনজন এবং ভোলায় দুইজন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। এ অবস্থায় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ডেঙ্গু থেকে বাঁচতে হলে সবাইকে মশার বিস্তাররোধে নিজ নিজ বাসা-বাড়ির আশপাশ পরিস্কার রাখতে হবে এবং মশার কামড় থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।”
তিনি আরও বলেন, সামান্য অবহেলাও বড় বিপদের কারণ হতে পারে। তাই ডেঙ্গু উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।