রাজবাড়ীতে পদ্মার ভাঙনে হুমকির মুখে সবগুলো ফেরিঘাট

রাজবাড়ীতে পদ্মার ভাঙনে হুমকির মুখে সবগুলো ফেরিঘাট
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীর তীব্র ভাঙনে ফেরিঘাট ও আশপাশের এলাকাগুলো চরম ঝুঁকিতে পড়েছে। বর্ষা শুরু হওয়ার পর, বিশেষ করে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে দৌলতদিয়া ঘাট এলাকায় প্রায় দুই কিলোমিটার জুড়ে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এর ফলে বর্তমানে সচল থাকা ৩, ৪ ও ৭ নম্বর ঘাট তিনটিই এখন ভাঙনের হুমকিতে রয়েছে। এর মধ্যে ৪ ও ৭ নম্বর ঘাট রয়েছে অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায়।

বিআইডব্লিউটিএ জানিয়েছে, দৌলতদিয়ায় সাতটি ফেরিঘাট থাকলেও আগের বছরগুলোর ভাঙনে ১, ২ ও ৫ নম্বর ঘাট ইতোমধ্যেই নদীতে বিলীন হয়েছে। ৬ নম্বর ঘাটটি এখনও চালু হয়নি। বাকি তিনটি ঘাট সচল থাকলেও ভাঙনের গতিপ্রকৃতি দেখে সংশ্লিষ্টরা শঙ্কিত। ইতোমধ্যে ভাঙনপ্রবণ এলাকায় সাত শতাধিক বালুর বস্তা ফেলা হয়েছে, তবে তা প্রয়োজনের তুলনায় অনেকটাই অপ্রতুল বলে স্থানীয়রা অভিযোগ করছেন।

ফেরিঘাটের পাশ্ববর্তী বাহির চর ছাত্তার মেম্বার পাড়া, মজিদ মাতুব্বর পাড়া ও শাহাদত মেম্বার পাড়াসহ স্থানীয় বাজার, মসজিদ, স্কুল, মাদরাসা সবই রয়েছে ঝুঁকির মধ্যে। কয়েকটি পরিবার ইতোমধ্যে নিজ ঘরবাড়ি সরিয়ে নিতে বাধ্য হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, শুষ্ক মৌসুমে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় প্রতি বর্ষায় এই সংকট আরও প্রকট হচ্ছে। তারা শুধু আশ্বাস নয়, স্থায়ী নদীশাসন চান।

বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর স্থানীয় কর্মকর্তারা ভাঙন এলাকা পরিদর্শন করেছেন এবং জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। তবে বরাদ্দের সীমাবদ্ধতার কারণে এখনও পুরো এলাকায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

সচল ঘাট তিনটি ক্ষতিগ্রস্ত হলে যানবাহন ও যাত্রী পারাপার মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ