ভালো দিকগুলোও গুরুত্বের সঙ্গে তুলে ধরার আহ্বান অর্থ উপদেষ্টার

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
অন্তর্বর্তী সরকারের গৃহীত উন্নয়নমূলক পদক্ষেপ ও সংস্কার প্রচেষ্টাগুলোকে যথাযথভাবে মূল্যায়নের আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (৪ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, শুধু সমালোচনার চশমা দিয়ে নয়, সরকারের ভালো কাজগুলোও দেখা উচিত।
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস সংক্রান্ত কার্যক্রম নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ‘সরকারের কোনো উন্নয়ন যাদের চোখে পড়ে না, তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না। সবসময় ভুল আর ঘাটতির দিকগুলো নিয়ে পড়ে থাকলে ইতিবাচক অগ্রগতি আড়ালেই থেকে যায়।’
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সমালোচনার প্রয়োজন আছে, তবে তা হওয়া উচিত গঠনমূলক। ভুল তুলে ধরলে সংশোধনের সুযোগ তৈরি হয়। একই সঙ্গে যেসব খাতে সরকার ভালো কাজ করছে, সেগুলোও প্রকাশ্যে আনতে হবে, যাতে প্রণোদনা ও স্বচ্ছতা আরও বাড়ে।
জাতীয় রাজস্ব বোর্ডের ধারাবাহিক অর্জনের প্রশংসা করে তিনি বলেন, ‘এনবিআরের একটি সুনাম রয়েছে। এ সুনাম রক্ষায় সবাইকে সচেষ্ট থাকতে হবে।’
অনুষ্ঠানে ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্ন কার্যক্রমের উদ্বোধন করেন উপদেষ্টা। তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে রাজস্ব খাত আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে। এ ধরনের ডিজিটাইজেশন ব্যবস্থা রাজস্ব আহরণে গতি আনবে এবং সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাবে বলেও মন্তব্য করেন তিনি।
সেমিনারে এনবিআর কর্মকর্তাসহ অর্থনীতি ও কর নীতিবিষয়ক বিশ্লেষকরা উপস্থিত ছিলেন। তারা রাজস্ব আদায়ে নীতি ও প্রযুক্তির সম্মিলিত প্রয়োগের ওপর গুরুত্ব দেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।