ইউনিয়ন পরিষদে ৮৬ জন নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনযোগ্য

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
নেত্রকোনা জেলার ৮৬টি ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয়। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদসংখ্যা ৮৬টি এবং প্রতিটি পদের জন্য ১৬তম গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণ করা হয়েছে। আবেদনপত্র গ্রহণ চলবে আগামী ১০ আগস্ট ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি পদের বেতনস্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। নিয়োগপ্রাপ্তরা সরকারি চাকরির অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। বেতনের ৭৫ শতাংশ সরকারের পক্ষ থেকে এবং ২৫ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে প্রদান করা হবে।
আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন, তবে অবশ্যই প্রার্থীকে নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
এটি একটি সরকারি চাকরি হওয়ায় প্রার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। জেলার বেকার যুবক-যুবতীদের জন্য এটি একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে, কারণ তুলনামূলক কম শিক্ষাগত যোগ্যতা নিয়েও সরকারি চাকরির পদে আবেদন করা যাচ্ছে।
প্রার্থীদের সুবিধার্থে জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইন আবেদন ফরম পাওয়া যাচ্ছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে বলা হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।