কারাগারে বন্দীদের মধ্যে সংঘর্ষে সাতজন নিহত ও ১১ জন আহত

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যের টাক্সপান কারাগারে ভয়াবহ বন্দী সংঘর্ষে অন্তত সাতজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) বিকেল থেকে শুরু হওয়া এ সংঘর্ষ সারা রাত ধরে চলে এবং রোববার সকাল পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত থাকে। পরে রাজ্য নিরাপত্তা বাহিনী ও সামরিক সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
ভেরাক্রুজের নিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কারাগারের অভ্যন্তরে বন্দীদের দুই গোষ্ঠীর মধ্যে হঠাৎ উত্তেজনা শুরু হয়, যা পরে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে সাত বন্দী নিহত হন এবং আহত হন আরও ১১ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই তিন বন্দীকে ভেরাক্রুজ রাজ্যের অন্য একটি নিরাপদ কারাগারে স্থানান্তর করা হয়েছে। যদিও কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে তাদের নাম বা গোষ্ঠীগুলোর বিস্তারিত প্রকাশ করেনি।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সংঘর্ষে জড়িত বন্দীরা সহিংস অপরাধী চক্রের সঙ্গে সংশ্লিষ্ট। প্রাথমিক তথ্যে জানা গেছে, একটি গোষ্ঠী অন্য একটি গোষ্ঠীর কাছ থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছিল। নিরাপত্তার জন্য কর্তৃপক্ষের কাছে সহায়তা চাইলেও ব্যবস্থা না নেয়ার অভিযোগে পরিস্থিতি আরও খারাপ হয়।
মেক্সিকোর বিভিন্ন কারাগারে বন্দী সহিংসতা নতুন কিছু নয়। মাদক চক্র, অপরাধী সিন্ডিকেট এবং গোষ্ঠীগত দ্বন্দ্ব প্রায়শই রক্তক্ষয়ী সংঘর্ষের জন্ম দেয়। গত মাসেও সিনালোয়া রাজ্যের একটি কারাগারে বন্দীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হন।
ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি, কারাগারের নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়নের নির্দেশও দেয়া হয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কর্তৃপক্ষ আরও কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।