ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ১১ নেতাকর্মী গ্রেফতার

ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ১১ নেতাকর্মী গ্রেফতার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঢাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের আরও ১১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এদের মধ্যে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক নারী ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আহমেদ লিপি। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর তাদের আটক করা হয়।

সোমবার (৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের একাধিক টিম এই ১১ জনকে গ্রেফতার করে।

ডিএমপির গোয়েন্দা শাখার উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, জনমনে আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি।

এর আগে, গত শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২১ নেতাকর্মীকে একই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। এসব গ্রেফতারকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, যেকোনো ধরনের সহিংসতা ও অরাজকতা প্রতিরোধে রাজধানীজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, নির্বাচন পরবর্তী সময় থেকে রাজনৈতিক সহিংসতা ও সংঘর্ষের আশঙ্কায় রাজধানীতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও পুলিশের তৎপরতা। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সহিংসতা উস্কে দেয় এমন কোনো রাজনৈতিক কর্মকাণ্ডকে ছাড় দেওয়া হবে না।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ