গাজায় এক কোটি ৩০ লাখ ডলার মানবিক সহায়তা দেবে অস্ট্রেলিয়া

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
গাজায় মানবিক সহায়তা হিসেবে এক কোটি ৩০ লাখ ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার (৪ আগস্ট) অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, এই অর্থ গাজায় খাদ্য ও চিকিৎসা সরবরাহকারী আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর মাধ্যমে ব্যবহার করা হবে।
বিবৃতিতে জানানো হয়, নতুন মানবিক করিডোর চালুর সিদ্ধান্তকে কেন্দ্র করেই এই নতুন সহায়তা ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, গাজার নিরীহ বেসামরিক নাগরিকদের দুর্ভোগ ও অনাহার বন্ধ করতে হবে। সেইসঙ্গে তিনি ইসরাইলকে অবিলম্বে পূর্ণমাত্রায় ত্রাণ সরবরাহের সুযোগ দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, এই সংকট সমাধানে অস্ট্রেলিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।
অস্ট্রেলিয়ার এই ঘোষণা আসে একদিন পর, যখন সিডনি হারবার ব্রিজে হাজারো ফিলিস্তিনপন্থী শান্তিপূর্ণ বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা যুদ্ধবিরতির দাবি জানান এবং অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানান যেন তারা ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপসহ গাজায় দুর্ভিক্ষ রোধে আরও কঠোর অবস্থান নেয়।
বিক্ষোভে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জও অংশগ্রহণ করেন। অনেক বিক্ষোভকারী ছোট বাচ্চাদের নিয়েও ওই কর্মসূচিতে অংশ নেন।
এদিকে, গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় প্রাণ হারাচ্ছেন অসংখ্য ফিলিস্তিনি। গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৮৬৬ জন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চলমান হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৫৮৮ জনে।
এছাড়া, মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৫ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন ৫১১ জনেরও বেশি। চলমান সংকটে এ পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪৮৭ জন, আর ২৭ মে থেকে এখন পর্যন্ত আহত হয়েছেন ১০ হাজার ৫৭৮ জন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।