বই উপহার দেওয়ার আহ্বান ইনকিলাব মঞ্চের

- Author, তুষার আহমেদ মূসা
- Role, জাগরণ নিউজ বাংলা
ইনকিলাব কালচারাল সেন্টার এর ডেকোরেশনের কাজ একদম শেষের দিকে। সেন্টার উদ্বোধন করতে প্রয়োজন শতশত বই।
সোমবার (৪ আগস্ট) ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
নিম্নোক্ত কবি, সাহিত্যিক, লেখক ও চিন্তকদের সমস্ত সাহিত্যকর্ম ইনকিলাব কালচালার সেন্টারের জন্য প্রয়োজন।
১. আহমদ ছফা
২. আহসান হাবীব
৩. আকবর আলী খান
৪. আখতারুজ্জামান ইলিয়াস
৫. আল মাহমুদ
৬. আলবেয়ার কামু
৭. আলাঁ বাদিউ
৮. আল্লামা ইকবাল
৯. আবুল আসাদ
১০. আসাদ চৌধুরী
১১. আবু তাহের মিসবাহ
১২. আব্দুল মান্নান সৈয়দ
১৩. আব্দুল্লাহ আবু সায়ীদ
১৪. আব্দুল হাই শিকদার
১৫. আবুল মনসুর আহমদ
১৬. আন্তোনিও গ্রামশি
১৭. আর্নেস্ট হ্যামিংওয়ে
১৮. আয়েশা জালাল
১৯. ইবনে খালদুন
২০. ইবনে সিনা
২১. ইবনে তাইমিয়া
২২. ইমাম গাজ্জালী
২৩. উমবের্তো একো
২৪. এবনে গোলাম সামাদ
২৫. এমে সেজেয়ার
২৬. এডওয়ার্ড ডব্লিউ সাঈদ
২৭. ওমর খৈয়াম
২৮. করনেল ওয়েস্ট
২৯. কাজী নজরুল ইসলাম
৩০. কার্ল মার্ক্স
৩১. গায়ত্রী স্পিভাক
৩২. গোলাম মোস্তফা
৩৩. চার্লস ডিকেন্স
৩৪. চে গুয়েভারা
৩৫. জঁ-পল সার্ত্র
৩৬. জঁ বোদরিঁয়া
৩৭. জসীমউদ্দিন
৩৮. জহির রায়হান
৩৯. জর্জ অরওয়েল
৪০. জ্যাক দেরিদা
৪১. জালালউদ্দিন রুমি
৪২. জেন বডরিলার্ড
৪৩. জিল দ্যলোজ
৪৪. জীবনানন্দ দাশ
৪৫. জুডিথ বাটলার
৪৬. ড. মুহাম্মদ ইউনূস
৪৭. ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ
৪৮. ডক্টর আব্দুল করীম
৪৯. ডক্টর মোহর আলী
৫০. তালাল আসাদ
৫১. নোম চমস্কি
৫২. প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ
৫৩. ফররুখ আহমদ
৫৪. ফাহমিদ-উর-রহমান
৫৫. ফ্রাঁৎজ ফানঁ
৫৬. ফ্রানৎস কাফকা
৫৭. ফ্রিডরিখ হেগেল
৫৮. ফিওদর দস্তয়েভস্কি
৫৯. বেগম রোকেয়া
৬০. বদরুদ্দীন উমর
৬১. বুদ্ধদেব বসু
৬২. বার্ট্রান্ড রাসেল
৬৩. মতিউর রহমান মল্লিক
৬৪. মাওলানা আবুল আ'লা মওদূদী
৬৫. মাওলানা আব্দুর রহিম
৬৬. মাওলানা ইউসুফ আল কারজাভি
৬৭. মুসা আল হাফিজ
৬৮. মাওলানা আকরম খাঁ
৬৯. মিশেল ফুকোঁ
৭০. মির্জা গালিব
৭১. মীর মোশাররফ হোসেন
৭২. রবার্ট ফিলিপসন
৭৩. রবীন্দ্রনাথ ঠাকুর
৭৪. রমেশচন্দ্র মজুমদার
৭৫. রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
৭৬. লিও তলস্তয়
৭৭. লুই আলতুসার
৭৮. শঁতাল মুফ
৭৯. শওকত ওসমান
৮০. শহীদুল্লাহ কায়সার
৮১. শফিউদ্দিন সরদার
৮২. শাহ আব্দুল করিম
৮৩. শামসুর রাহমান
৮৪. সলিমুল্লাহ খান
৮৫. সরদার ফজলুল করিম
৮৬. সেলিম আল দীন
৮৭. সৈয়দ আবুল মকসুদ
৮৮. সৈয়দ আলী আহসান
৮৯. সৈয়দ শামসুল হক্ব
৯০. সৈয়দ মুজতবা আলী
৯১. স্লাভো জিজেক
৯২. সালমান সায়্যিদ
৯৩. সাইয়্যেদ কুতুব
৯৪. হাসন রাজা
৯৫. হাসান আলী নদভী
৯৬. হাসান আজিজুল হক
৯৭. হাসান হাফিজুর রহমান
৯৮. হামিদ দাবাশি
৯৯. হুমায়ুন আহমেদ
১০০. হোমি কে. ভাভা
উল্লিখিত লেখকদের যে কোনো গুরুত্বপূর্ণ বই দেওয়া যাবে। পাঠযোগ্য পুরোনো বইও দেয়া যাবে।
আগামীকাল থেকে বিকাল ৩টা- রাত ৮টা পর্যন্ত আমাদের সেন্টারে এসে আপনারা বই দিয়ে যেতে পারবেন। আমরা ৩৬ জুলাইয়ের মধ্যে ইনকিলাব কালচারাল সেন্টার উদ্বোধন করতে চাই।
সেন্টারের ঠিকানা: ফ্ল্যাট নং ৩/এ, ডোমিনিয়ন রওশন ভিলা, ৩২ ময়মনসিংহ লেন, বাংলামোটর ঢাকা-১০০০
প্রয়োজনে:
01890314145 (WhatsApp)
আব্দুল্লাহ আল জাবের
নির্বাহী পরিচালক, ইনকিলাব কালচারাল সেন্টার
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।