নারায়ণগঞ্জের আড়াইহাজারে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরের নাম নাদিম (১৪)। সে উপজেলার দুপ্তারা ইউনিয়নের বাজবী তাঁতিপাড়া এলাকার মজিদ মিয়ার ছেলে। সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে নিজ ঘরে জানালার গ্রিলে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়ির অন্যান্য সদস্যরা বাইরে ছিলেন। এই ফাঁকে নাদিম নিজ ঘরের জানালার গ্রিলে রশি দিয়ে গলায় ফাঁস দেয়। তার চাচা প্রথমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় মরদেহ নিচে নামানো হয় এবং পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) মো. সাইফউদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে এটি আত্মহত্যা নাকি অন্য কিছু।”
নাদিমের মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কিশোরটির হঠাৎ এমন মৃত্যুর পেছনে কী কারণ রয়েছে, তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। পরিবার এখনও গভীর শোকে আচ্ছন্ন, তারা এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারছে না। পুলিশ বলছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।