ত্রাণ নিতে গিয়ে চোখে গুলিবিদ্ধ ফিলিস্তিনি শিশু

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
গাজার অবরুদ্ধ বাসিন্দারা যখন ক্ষুধার জ্বালায় দিশেহারা, তখন ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে গুরুতর আহত ১৫ বছরের শিশু আবদুল রহমান আবু জাজার। তার বাম চোখে গুলি লেগেছে। চিকিৎসকরা জানিয়েছেন, জাজারের চোখটি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।
গতকাল দিবাগত রাতে ক্ষুধার্ত পরিবারের সদস্যদের জন্য খাবারের সন্ধানে জাজার গাজা নগরীর আল-মুনতাজাহ পার্কে অবস্থিত একটি ত্রাণকেন্দ্রে গিয়েছিল। জীবনের প্রথম বারের মতো সে ত্রাণকেন্দ্রে গিয়েছিলো।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জাজার জানায়, “আমার ভাইবোনদের জন্য কিছুই ছিল না। পেটে কোনো খাবার ছিল না, তাই আমি সেখানে গিয়েছিলাম।“
সে জানায় ত্রাণকেন্দ্রে পৌঁছাতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লেগেছিল, কারণ সেখানে মানুষের প্রচণ্ড ভিড় ছিল।
জাজার আরো বলে, সে আরো তিনজনের সঙ্গে ত্রাণ নেওয়ার জন্য দৌড়াচ্ছিল, তখনই ইসরায়েলি সেনারা তাদের ওপর গুলি চালানো শুরু করে। গুলি লাগার পরপরই জাজার মাটিতে লুটিয়ে পড়ে এবং জ্ঞান হারায়। জ্ঞান ফেরার পর আশপাশের লোকজন তাকে জানায় যে সে গুলিবিদ্ধ হয়েছে।
গুলির আঘাতের বর্ণনা দিয়ে জাজার বলে, “গুলি লাগার পর মনে হয়েছিল যেন শরীরে বিদ্যুতের ঝটকা লাগছে। এরপর আমি মাটিতে পড়ে যাই। যখন জ্ঞান ফিরল, তখন চারপাশে শুধু গুলি চালানোর শব্দ শুনছিলাম। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম এবং দোয়া পড়ছিলাম।“
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন জাজারের চোখে অস্ত্রোপচার করা হয়েছে। হাসপাতালের বিছানায় শুয়ে সে আশা ব্যক্ত করে, “আমি আশা করি, আমার দৃষ্টিশক্তি আবার ফিরে আসবে।“
চিকিৎসকরা বলছেন, গাজার বাসিন্দারা নিরন্তর বোমা হামলার কারণে অনাহারে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে ত্রাণকেন্দ্রেও এমন হামলার ঘটনা মানবিক সংকটকে আরো গভীর করছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।