বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধানের রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাব থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সূত্রে জানা গেছে, তিনি রোববার রাতে ক্লাবের একটি কক্ষে রাত্রিযাপন করছিলেন। সোমবার সকালে নির্ধারিত সময়ে সাড়া না পাওয়ায় ক্লাব কর্তৃপক্ষ উদ্বিগ্ন হয়ে পড়ে। এরপর একাধিকবার ডাকাডাকির পরও কোনো সাড়া না পাওয়ায় ক্লাবের কর্মীরা পুলিশের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন তিনি মৃত অবস্থায় বিছানায় পড়ে ছিলেন।
পুলিশ ও ক্লাব কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যেতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
হারুন-অর-রশিদ ২০০০ সালের ২৪ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ সামরিক ক্যারিয়ারে তিনি দক্ষতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের মাধ্যমে বাহিনীর প্রশংসিত নেতৃত্ব দিয়েছেন। ২০০২ সালের ১৬ জুন তিনি অবসরে যান। অবসরের পরও তিনি বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
তার মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।