স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর সকালে স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ছোট লতিফপুর এলাকায় রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর সকালে এক প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম শাহজাহান হোসেন (৪৭)। তিনি স্থানীয় একটি কারখানায় প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
আজ সোমবার (৪ আগস্ট) সকালে কালিয়াকৈর থানার পুলিশ ১ নং ওয়ার্ড এলাকাবাসী মশিউরের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শাহজাহান হোসেন বেশ কয়েক বছর ধরে স্ত্রী সেলভিয়া ও সন্তানদের নিয়ে ছোট লতিফপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। রবিবার রাতে শাহজাহান এবং তার স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। ঝগড়ার পর দুজনেই ঘুমিয়ে পড়েন।
সোমবার ভোরে স্ত্রী সেলভিয়া ঘুম থেকে উঠে স্বামীকে বিছানায় দেখতে না পেয়ে পাশের কক্ষে যান। সেখানেই তিনি সিলিং ফ্যানের সঙ্গে শাহজাহানের ঝুলন্ত লাশ দেখতে পান। স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার এসআই জামিল জানান, "আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে।"
নিহত শাহজাহান গাজীপুরের কাশিমপুর থানার এনায়েতপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে এই ঘটনার তদন্ত চলছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।