সুপ্রিম কোর্টে প্রবেশের জন্য পরিচয়পত্র বাধ্যতামূলক

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে এখন থেকে সবাইকে পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। আইনজীবী, আইনজীবী সহকারী, বিচারপ্রার্থী জনগণ, এমনকি আদালতের কর্মকর্তা-কর্মচারীদেরও প্রবেশকালে নিজেদের পরিচয়পত্র দেখাতে হবে।
আজ, সোমবার (৪ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রশাসন এই নির্দেশনা জারি করেছে।
হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্রবেশ করতে হলে সবাইকে নিজ নিজ পরিচয়পত্র বহন করতে হবে। নিরাপত্তার দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে সবাইকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট বা অফিসিয়াল পরিচয়পত্র দেখাতে হবে।
এই পদক্ষেপ সুপ্রিম কোর্ট অঙ্গনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। সার্কুলারে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতার আহ্বান করা হয়েছে।
এই নির্দেশনা কার্যকর হওয়ায় এখন থেকে আদালতে প্রবেশ করা প্রতিটি ব্যক্তিকে তাদের পরিচয়পত্রের মাধ্যমে নিজেদের পরিচয় নিশ্চিত করতে হবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।