জার্মানির বাজারে যাচ্ছে তুরস্কের তৈরি বৈদ্যুতিক গাড়ি 'TOGG'

জার্মানির বাজারে যাচ্ছে তুরস্কের তৈরি বৈদ্যুতিক গাড়ি 'TOGG'
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

তুরস্কের তৈরি প্রথম পূর্ণাঙ্গ বৈদ্যুতিক গাড়ি ‘Togg T10X’ এবার আন্তর্জাতিক বাজারে প্রবেশ করছে। চলতি দশকের শেষভাগে এটি প্রথমবারের মতো জার্মানিতে রপ্তানি হতে যাচ্ছে। জার্মান দৈনিক বিল্ড-এর বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক হুররিয়েত ডেইলি নিউজ।

প্রতিবেদনে বলা হয়, জার্মানির মিউনিখে অনুষ্ঠিতব্য IAA Mobility Fair-এ গাড়িটি প্রথমবারের মতো প্রদর্শন করা হবে। এরপর ২০২৫ সালের শেষ নাগাদ জার্মান বাজারে Togg T10X বিক্রি শুরু হবে। TOGG কর্তৃপক্ষ জানিয়েছে, এই গাড়ি প্রচলিত ডিলারশিপের মাধ্যমে নয়, বরং নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম ‘Trumore’-এর মাধ্যমে বাজারজাত করা হবে। অর্থাৎ, গ্রাহকরা সরাসরি অনলাইন থেকেই গাড়িটি ক্রয় করতে পারবেন।

২০১৮ সালে প্রতিষ্ঠিত তুর্কি প্রতিষ্ঠান TOGG ২০১৯ সালের ডিসেম্বরে তাদের প্রথম প্রোটোটাইপ গাড়ি উপস্থাপন করে। এরপর ২০২২ সালে T10X মডেলের বাণিজ্যিক উৎপাদন শুরু হয় এবং ২০২৩ সাল থেকেই এটি গ্রাহকদের কাছে সরবরাহ করা হয়।

TOGG-এর দেওয়া তথ্যমতে, ২০২৫ সালের প্রথমার্ধে ইতোমধ্যে ১৭ হাজারের বেশি ইউনিট বিক্রি হয়েছে, যা তুরস্কের বৈদ্যুতিক গাড়ির বাজারের প্রায় ২০ শতাংশ। বিশ্লেষকদের মতে, জার্মানিতে প্রায় ৩০ লাখ তুর্কি বংশোদ্ভূত নাগরিক অবস্থান করছেন। সে বিবেচনায় TOGG জার্মানিকে তাদের প্রথম আন্তর্জাতিক গন্তব্য হিসেবে বেছে নিয়েছে। প্রতিষ্ঠানটি আশা করছে, ইউরোপীয় বাজারে প্রবেশের জন্য এটি হবে একটি বড় সাফল্যের পদক্ষেপ।

তুরস্কের এই উদ্যোগকে বৈশ্বিক ইভি শিল্পে দেশটির অন্যতম অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ভবিষ্যতে আরও ইউরোপীয় দেশগুলোতে TOGG-এর প্রবেশ নিয়ে আশাবাদী প্রতিষ্ঠানটি।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ