আটাবের কমিটি বাতিল, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসক নিয়োগ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর বর্তমান কমিটি বাতিল করে সংগঠনটিতে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার (৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের মহাপরিচালক (চলতি দায়িত্ব) মো. রেহান উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
আদেশ অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদকে আটাবের প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তাকে ১২০ দিনের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে। সেই সঙ্গে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে জানাতে হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, বর্তমানে আটাবের যে কমিটি দায়িত্বে রয়েছে, তা অবৈধভাবে ভোটের মাধ্যমে গঠিত হয়েছে। এছাড়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই অবৈধ কমিটি ‘আটাব অনলাইন’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু রেখেছিল। অভিযোগ উঠেছে, ওই প্ল্যাটফর্ম ব্যবহার করে সদস্য ও শেয়ারহোল্ডারদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে তারা।
কমিটির সভাপতি ও মহাসচিবের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও আর্থিক অনিয়মের অভিযোগে আটাবের সদস্যরা একাধিকবার মানববন্ধন করেছেন বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এসব বিষয় আমলে নিয়ে এবং সুশাসন ফিরিয়ে আনতে বাণিজ্য মন্ত্রণালয় এ পদক্ষেপ নিয়েছে।
প্রশাসক নিয়োগের পর আটাবের নিয়ন্ত্রণ এখন সরকারি পর্যবেক্ষণে রয়েছে। ট্রাভেল এজেন্টদের শীর্ষ এই সংগঠনে আগামী চার মাসের মধ্যে পরিবর্তন আসছে, এমন আভাস দিয়েছেন সংশ্লিষ্টরা।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।