ময়নাতদন্ত ছাড়াই দাফনের সিদ্ধান্ত সাবেক সেনা প্রধানের মরদেহ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হবে বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। সোমবার দুপুরে এই সিদ্ধান্তের কথা জানান তাঁর ফুফাতো বোন ও চিকিৎসক ডা. নজিবুন নাহার।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত না করেই মরদেহ দাফনের প্রক্রিয়া সম্পন্ন হবে। তিনি জানান, প্রথমে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরিকল্পনা থাকলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।
রোববার (৪ আগস্ট) বিকেলে ঢাকায় নিজ বাসা থেকে চট্টগ্রাম পৌঁছান হারুন-অর-রশিদ। তিনি কাজির দেউড়ির চট্টগ্রাম ক্লাবে গিয়ে উঠেছিলেন বিকেল ৫টার দিকে। তাঁর সোমবার সকাল ১১টায় ডেসটিনি গ্রুপ সংশ্লিষ্ট একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল। তবে সোমবার সকালে ক্লাব কর্তৃপক্ষ কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পরে চট্টগ্রাম মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. আলমগীর হোসেন জানান, পুলিশ গিয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে এবং তা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
১৯৭০ সালের ৬ সেপ্টেম্বর পদাতিক কোরে কমিশন লাভ করেন হারুন-অর-রশিদ। যদিও তিনি ইঞ্জিনিয়ার কোরে যোগ দিতে চেয়েছিলেন, কোম্পানি কমান্ডারের পরামর্শে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। তার সামরিক ক্যারিয়ারে কুমিল্লার ৪র্থ ইবিআর-এ ছিল প্রথম পোস্টিং। পরবর্তীতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিনি জর্জিয়ায় বাহিনীর কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন।
সেনাবাহিনীতে অ্যাকাডেমিক প্রবণতা ও জ্ঞানচর্চার জন্য তিনি পরিচিত ছিলেন। তিনি আর্মি স্টাফ কলেজ এবং পদাতিক ও কৌশল স্কুলে শিক্ষকতা করেছেন। তাঁর মৃত্যুতে দেশের প্রতিরক্ষা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।