জুলাই আমাদের দিয়েছে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার স্বপ্ন: প্রধান উপদেষ্টা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে স্থান করে নিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ৪ আগস্ট, সোমবার জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, হাজারো শহীদের আত্মত্যাগ আমাদের সামনে রাষ্ট্র সংস্কারের এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে, যা যেকোনো মূল্যে রক্ষা করতে হবে।
প্রধান উপদেষ্টা বলেন, ‘জুলাই আমাদের নতুন করে আশার আলো দেখিয়েছে—একটি ন্যায় ও সাম্যভিত্তিক, বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন।’ তিনি দাবি করেন, পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনও দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় সকল রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ড. ইউনূস বলেন, এক বছর আগে এই দিনে গণ-অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে। এই ঐতিহাসিক অর্জনের পেছনে ছিল দেশের আপামর জনসাধারণের যূথবদ্ধ সংগ্রাম। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সেই সব তরুণ, শ্রমিক, দিনমজুর ও পেশাজীবী যাঁরা শাহাদত বরণ করেছেন। আহত, পঙ্গু ও দৃষ্টিশক্তি হারানো সকল জুলাই যোদ্ধার প্রতিও শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান তিনি।
তিনি জানান, জুলাই গণহত্যার বিচারে গঠিত ট্রাইব্যুনাল দ্রুতগতিতে কাজ করছে। শহীদদের স্মৃতি রক্ষা ও আহতদের পুনর্বাসনে নেওয়া হয়েছে কার্যকর পদক্ষেপ।
এছাড়া গণতন্ত্রকে সুসংহত করতে নির্বাচন ব্যবস্থা ও রাষ্ট্র কাঠামোতে প্রয়োজনীয় সংস্কারে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।