যেকোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে
 
                                        
                                    - Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলের প্রধান উপদেষ্টা তারেক রহমান বলেছেন, ‘স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে দেশের সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে। বিএনপির নেতাকর্মীসহ অসংখ্য মানুষকে গুম-খুন করে স্বৈরাচার ভারতে পালিয়ে গেছে। যেকোনো মূল্যে এই স্বৈরাচারের বিচার করতে হবে।’
বুধবার (৫ ফেব্রুয়ারি) ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ ৪৫ জনের পরিবারকে আর্থিক সহায়তা এবং র্যাবের গুলিতে নিহত মোহাম্মদ মাসুদের পরিবারকে ঘর উপহার দেওয়ার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। আমরা বিএনপি পরিবারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি সোনাগাজী সরকারি ছাবের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
তারেক রহমান বলেন, ‘পতিত স্বৈরাচার বিগত ১৭ বছর ধরে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল। সেই অধিকার ফিরে পেতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে লড়াই করেছেন, বুকের তাজা রক্ত দিয়েছেন। মহান মুক্তিযুদ্ধ, বিগত ১৭ বছরের সংগ্রাম এবং সর্বশেষ জুলাই-আগস্ট বিপ্লবের চেতনায় আগামীর বাংলাদেশ গড়তে আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে। বিএনপি সব সময় দেশ ও জনগণের কথা ভাবে। দেশের কল্যাণে কাজ করতে চায়।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের আমলে সংস্কারের নামে যেন দীর্ঘ থেকে দীর্ঘতর সময় না নেওয়া হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সংকটে সাধারণ মানুষ হতাশাগ্রস্ত। জনগণের এসব প্রত্যাশার দিকে আমাদের নজর দিতে হবে।’
জাতীয় নির্বাচনের তাগিদ দিয়ে তারেক রহমান বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। বিএনপি সব সময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে প্রস্তুত। জনগণের আস্থা আমাদের শক্তি। কিভাবে বিএনপি আরও জনপ্রিয় হয়ে উঠবে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখবে, সে বিষয়ে নেতাকর্মীদের সচেতন থাকতে হবে।’
আমরা বিএনপি পরিবার কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে ও সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের পরিচালনায় এই অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, আব্দুল আউয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি জয়নাল আবেদীন ফারুক প্রমুখ।
অনুষ্ঠানে ২০১৬ সালের ২৫ জুন র্যাবের গুলিতে নিহত মোহাম্মদ মাসুদের পরিবারকে একটি ঘর এবং ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে চব্বিশের ছাত্র-জনতার গণ-আন্দোলনে শহীদ ৪৫ জনের পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়।
তারেক রহমানের এই বক্তব্যে স্বৈরাচারের বিচার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং বিএনপির জনকল্যাণমূলক কর্মসূচির প্রতি দলের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।
 
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                                        
                                                     
                                                        
                                                     
                                                        
                                                    