ঘরে ঢুকে চেতনানাশক স্প্রে করে ৩ ভরি সোনা ও ২ লাখ টাকা লুট

ঘরে ঢুকে চেতনানাশক স্প্রে করে ৩ ভরি সোনা ও ২ লাখ টাকা লুট
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

পটুয়াখালীর কলাপাড়ায় চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। গরু ব্যবসায়ী সহিদুল ইসলাম মিরার বাড়িতে চেতনানাশক স্প্রে করে দুর্বৃত্তরা তিন ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা লুট করে নিয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। বর্তমানে আহত অবস্থায় ওই পরিবারের তিন সদস্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন সহিদুল ইসলামের স্ত্রী মোসা. আকলিমা বেগম (৪২), মা লালবানু (৮৫) ও ছেলে মো. সানাউল্লাহ (২০)।

ভুক্তভোগী সহিদুল ইসলাম জানান, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে তারা ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম না ভাঙায় পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকি শুরু করেন। একপর্যায়ে দরজা না খুললে ভেতরে ঢোকার চেষ্টা করেন। তখন তিনি ঘুম ভেঙে শরীরে অস্বস্তি অনুভব করেন এবং ঘরের আসবাবপত্র এলোমেলো দেখতে পান। দুর্বৃত্তরা বাড়ির গেট ভেঙে প্রবেশ করে জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করে সবাইকে অচেতন করে ফেলে। পরে তারা ঘরের আলমারিতে রাখা গরু কেনার দুই লাখ টাকা এবং তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে স্বজনেরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে ও হাসপাতালে পাঠানো হয়েছে। চুরির ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যেই দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

এর আগে, গত শনিবার দিবাগত রাত ২টার দিকে একই উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামের আবদুস সোবাহানের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ওই ঘটনায় প্রায় এক লাখ টাকা ও এক ভরি স্বর্ণালঙ্কার লুট করা হয়।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ