এশিয়া কাপ সামনে রেখে বিসিবির ২৫ সদস্যের দল ঘোষণা

এশিয়া কাপ সামনে রেখে বিসিবির ২৫ সদস্যের দল ঘোষণা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

এশিয়া কাপ ২০২৫ সামনে রেখে ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্বাচক প্যানেলের ঘোষিত এই দলে জায়গা করে নিয়েছেন উইকেটরক্ষক ও ব্যাটার কাজী নুরুল হাসান সোহান। সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরম্যান্স করলেও জাতীয় দলে উপেক্ষিত ছিলেন তিনি। বিষয়টি ঘিরে ক্রিকেট অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে। অবশেষে সোহানের প্রত্যাবর্তন হলো প্রাথমিক দলে।

সোহানের সঙ্গে ফিরেছেন অভিজ্ঞ সৌম্য সরকার। দলে জায়গা হয়েছে মাহিদুল ইসলাম অংকন ও মোহাম্মদ সাইফ হাসানেরও। প্রাথমিক দলে বেশ কজন নতুন ও তরুণ মুখের পাশাপাশি আছেন নিয়মিত পারফর্মাররাও। সব মিলিয়ে ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার বিভাগে ভারসাম্য রাখার চেষ্টা করেছে নির্বাচক প্যানেল।

১৫ আগস্ট মিরপুরে শুরু হবে স্কিল ক্যাম্প। এরপর ২০ আগস্ট থেকে সিলেটে হবে মূল প্রস্তুতি ক্যাম্প। এদিকে চলতি মাসের শেষদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। তবে এই সিরিজের আনুষ্ঠানিক সূচি এখনও ঘোষণা করেনি বিসিবি।

এবারের এশিয়া কাপের ১৭তম আসর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে, আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। পুরো টুর্নামেন্ট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, যা অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির বড় মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।

ঘোষিত প্রাথমিক দলে রয়েছেন: লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, মো. নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, মো. তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মো. মেহেদী হাসান মিরাজ, মো. শামীম হোসেন, মো. নাজমুল হোসেন শান্ত, মো. রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, মো. তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মো. তানজিম হাসান সাকিব, মো. সাইফউদ্দিন, নাহিদ রানা, মো. মোস্তাফিজুর রহমান, মো. শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ ইসলাম, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অংকন ও মোহাম্মদ সাইফ হাসান।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ