জাপানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জাপানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
  • Author, তুষার আহমেদ মূসা
  • Role, জাগরণ নিউজ বাংলা

জাপানস্ত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (৫ই আগস্ট)  টোকিওতে এই অনুষ্ঠান আয়োজিত হয়। 

এই অনুষ্ঠানে সশরীরে অংশগ্রহণ করে জাতীয় নাগরিক পার্টি (NCP) – জাপান শাখার নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ও এশিয়া প্রতিনিধি যুবাইর আহমেদ (সরদার)। তিনি বলেন, “যেকোনো স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যেতে হবে।” 

অনুষ্ঠানের শুরুতেই গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করা হয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহত সকল ভাই ও বোনকে। এরপর জাপান প্রবাসীদের জুলাই মাসজুড়ে অনুষ্ঠিত বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। 

বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এইচ.ই. জনাব মোঃ দাউদ আলী জানান, আগামী ১০ আগস্ট ২০২৫ তারিখে বাংলাদেশের এনআইডি (NID) কার্ড কার্যক্রমের টেকনিক্যাল টিম জাপানে আসবেন এবং ২২ ও ২৩ আগস্ট ২০২৫ তারিখ থেকে এনআইডি কার্যক্রম শুরু হবে।


এছাড়াও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির জাপান শাখার সংগঠক মোঃ রায়হান আলী, মোঃ মিজানুর রহমান, মোঃ আকাশ, মোঃ আব্দুর রহমান, মোঃ সজ্জাত বেপারি, মুন্সি কামাল, মোঃ আবির, মোঃ ইফতেখার, রুবিনা আখতার ও মোঃ আল-আল-আমীন প্রমুখ। 

 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ