ফের সায়েন্সল্যাব মোড় অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের

- Author, তুষার আহমেদ মূসা
- Role, জাগরণ নিউজ বাংলা
রাজধানীর সাত সরকারি কলেজ ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে রাষ্ট্রীয় কার্যক্রম চললেও এখনও অধ্যাদেশ জারি হয় নি। এখন পর্যন্ত কোনো সদৃশ্য কার্যক্রম না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থীরা । প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে আজ সকাল থেকে বিক্ষোভ ও মিছিল কর্মসূচি পালন করছেন তারা।
বুধবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল বের করে তারা। এতে মিরপুর সড়কে ১১টা ৩৩ থেকে ১১টা ৪৩ মিনিট পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। এই কর্মসূচির অংশ হিসেবে আজ নীলক্ষেত মোড়ও স্বল্প সময়ের জন্য অবরোধ করার কথা রয়েছে।
শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে ‘সাত কলেজ’ নামে এক অবমাননাকর কাঠামোর অধীনে তারা পড়াশোনা করছেন।
‘অধিভুক্তি’ শব্দটি তাদের আত্মপরিচয়ে আঘাত করেছে। তাই সরকারের ঘোষণামাফিক নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
কলেজগুলো হলো– ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।