অ্যাপল ইনভাইটস: আইফোনের নতুন অ্যাপে কী আছে চমকপ্রদ ফিচার?

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
স্মার্টফোন এবং অন্যান্য ডিজিটাল ডিভাইসে ইভেন্ট তৈরি করা এখন একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ব্যবহারকারীরা নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানের জন্য ইভেন্ট তৈরি করে থাকেন। বন্ধু, পরিবার, সহকর্মী বা সহপাঠীদের আমন্ত্রণ জানানোর জন্য ইভেন্ট তৈরি করে ইনভাইটেশন পাঠানো একটি সহজ এবং কার্যকরী উপায়। এই চাহিদা এবং গুরুত্বকে বিবেচনা করে অ্যাপল এবার আইফোন ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে একটি বিশেষ অ্যাপ্লিকেশন— ‘অ্যাপল ইনভাইটস’।
গত ৪ ফেব্রুয়ারি অ্যাপলের অ্যাপস্টোরে প্রকাশিত হয়েছে এই অ্যাপটি। ‘অ্যাপল ইনভাইটস’ অ্যাপটি ইভেন্ট তৈরি এবং ম্যানেজমেন্টের জন্য নানা ধরনের কাস্টমাইজেশন সুবিধা নিয়ে হাজির হয়েছে। ইতিমধ্যেই অ্যাপটি অ্যাপস্টোরে সর্বোচ্চ ডাউনলোড হওয়া ফ্রি অ্যাপের তালিকায় শীর্ষস্থান দখল করেছে। ৬৫.৩ এমবি সাইজের এই অ্যাপটি ইংরেজিসহ মোট ৩৩টি ভাষায় ব্যবহার করা যাবে।
কারা ব্যবহার করতে পারবেন ‘অ্যাপল ইনভাইটস’?
মূলত আইফোন ব্যবহারকারীরাই এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। তবে এক্ষেত্রে ডিভাইসে আইওএস ১৮ বা তার পরবর্তী কোনো ভার্সন থাকতে হবে। যদিও অ্যাপটি আইফোন ব্যবহারকারীদের জন্য তৈরি, তবে এর মাধ্যমে তৈরি করা ইভেন্টের ইনভাইটেশন আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের কাছে পাঠানো যাবে।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ক্ষেত্রে ইভেন্টে যোগ দিতে হলে অ্যাপল অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যা সম্পূর্ণ বিনামূল্যে করা যায়। অন্যদিকে, আইফোন ব্যবহারকারীরা যদি ‘অ্যাপল ইনভাইটস’ অ্যাপটি না ব্যবহার করেন, তাহলে তারা আইক্লাউড ইনভাইট ওয়েব অ্যাপের মাধ্যমে লগইন করে ইভেন্ট তৈরি এবং ইনভাইটেশন শেয়ার করতে পারবেন।
‘অ্যাপল ইনভাইটস’ অ্যাপের উল্লেখযোগ্য ফিচার
১. কাস্টমাইজেবল ব্যাকগ্রাউন্ড: ইভেন্টের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহারকারীরা অ্যাপলের বিল্ট-ইন অপশন বা নিজের গ্যালারি থেকে ছবি নির্বাচন করতে পারবেন। এছাড়াও ইভেন্টের টাইটেল, তারিখ, সময় এবং স্থান যুক্ত করার সুবিধা রয়েছে।
২. ফন্ট কাস্টমাইজেশন: বিভিন্ন টাইপফেস থেকে পছন্দমতো ফন্ট নির্বাচন করা যাবে, যা ইভেন্টের থিম অনুযায়ী সঠিক ফন্ট বেছে নিতে সাহায্য করবে।
৩. ম্যাপস ও আবহাওয়া ইন্টিগ্রেশন: ইভেন্টের স্থানের ম্যাপ এবং আবহাওয়া সম্পর্কিত তথ্য স্বয়ংক্রিয়ভাবে ইনভাইটেশনে যুক্ত হবে, যা অতিথিদের জন্য খুবই উপযোগী।
৪. সহজ ইনভাইটেশন শেয়ারিং: ইনভাইটেশনের লিংক যেকোনো মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে শেয়ার করা যাবে। অতিথিরা লিংকে ক্লিক করে ইভেন্টে যোগ দিতে পারবেন।
৫. ইভেন্ট আপডেট: ইভেন্ট সম্পর্কিত যেকোনো আপডেট মেসেজ আকারে পোস্ট করা যাবে, যা সব অতিথিদের কাছে পৌঁছে যাবে।
৬. শেয়ার্ড অ্যালবাম: অতিথিরা ইভেন্টে তোলা ছবিগুলো শেয়ার করতে পারবেন, যা একটি শেয়ার্ড অ্যালবামে সংরক্ষিত হবে।
৭. মিউজিক প্লেলিস্ট: ইভেন্টের জন্য কাস্টমাইজড মিউজিক প্লেলিস্ট তৈরি করা যাবে, যেখানে হোস্ট এবং অতিথিরা তাদের পছন্দের গান যুক্ত করতে পারবেন।
৮. রিমাইন্ডার: ইভেন্টের আগে অতিথিদেরকে রিমাইন্ডার পাঠানোর সুবিধা রয়েছে, যা সারা দিন বা নির্দিষ্ট সময়ের জন্য সেট করা যাবে।
৯. প্রিভিউ সুবিধা: ইনভাইটেশন পাঠানোর আগে এর প্রিভিউ দেখে নেওয়া যাবে, যাতে কোনো ভুল থাকলে তা সংশোধন করা যায়।
১০. ইনভাইটেশন এডিট ও সেভ: ইনভাইটেশন তৈরি করার পর এডিট করা যাবে এবং পছন্দের ইনভাইটেশন পরবর্তীতে ব্যবহারের জন্য সেভ করে রাখা যাবে।
১১. নোটস ও ক্যালেন্ডার ইনভাইট: অতিথিদেরকে নোটস বা ক্যালেন্ডার ইনভাইটেশন পাঠানোর সুবিধা রয়েছে।
১২. একাধিক ইভেন্ট ম্যানেজমেন্ট: একই সময়ে একাধিক ইভেন্ট তৈরি এবং ম্যানেজ করা যাবে। হোম স্ক্রিনে আসন্ন, পুরাতন এবং ড্রাফট ইনভাইটেশন দেখা যাবে।
‘অ্যাপল ইনভাইটস’ অ্যাপটি ইভেন্ট ম্যানেজমেন্টকে আরও সহজ এবং কার্যকরী করে তুলেছে। এটি ব্যবহার করে আপনি আপনার অনুষ্ঠানগুলোকে আরও সুন্দর এবং সুসংগঠিতভাবে পরিচালনা করতে পারবেন।