গণঅভ্যুত্থানে নিহত ৬ জনের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জুলাইয়ের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে নিহত অজ্ঞাতপরিচয় ছয় ব্যক্তির লাশ অবশেষে বেওয়ারিশ হিসেবে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টার দিকে লাশগুলো আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে দীর্ঘ এক বছর ধরে সংরক্ষিত ছিল এসব লাশ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর জানান, গুলিতে নিহত এই ছয়জনের মধ্যে তিনজনের লাশ যাত্রাবাড়ী থানা, একজনের পল্টন থানা এবং দু’জনের শাহবাগ থানার আওতাধীন এলাকা থেকে উদ্ধার করা হয়। প্রতিটি লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছিল, তবে দীর্ঘ সময়েও তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিচয় শনাক্তে বিভিন্ন প্রচেষ্টা চালালেও কেউ এসে লাশগুলো দাবি করেনি। ফলে আইন অনুযায়ী এবং হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আজ আনুষ্ঠানিকভাবে লাশগুলো আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য। তবে ভবিষ্যতে স্বজনদের কেউ এসে শনাক্ত করতে চাইলে সেই সুযোগ রাখতেই লাশগুলোর ডিএনএ নমুনা সংরক্ষণ করে রাখা হয়েছে।
ঢামেক মর্গের সহকারী রামু চন্দ্র দাস জানান, “এই এক বছরে বহু মানুষ এসেছিলেন নিখোঁজ স্বজনদের খুঁজতে, কিন্তু কেউ এই ছয়টি লাশ শনাক্ত করতে পারেননি।” ফলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই ঘটনাটি প্রশ্ন তুলেছে নিহতদের পরিচয় এবং নিখোঁজ নাগরিকদের খোঁজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে। বেওয়ারিশ হিসেবে দাফন হলেও তাদের পরিচয় নিয়ে সংশয় থেকে গেল বহু মানুষের মনে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।